-
সেটঃ
আউটডোর
ক্ষুদিরাম এর অনুপস্থিতিতে
ক্ষুধিত রাম এ সয়লাব দেশটা।
সবাই স্ব-প্রেম এর কথা বলে;
দেশপ্রেম কেবল দূরেই থাকে !
এভাবেই চলছে সময়ের চাকা
অহেতুক ফাঁকা বুলির তামাশা।
ইনডোর
সবুজ জমিনে জমছে তাজা বারুদ
লাল পাড় এ স্ফূলিঙ্গের অপেক্ষা।
পাথরে পাথর ঘষার আওয়াজ হয়
টের পাই - খুব ভিতরে
ঢিপ ঢিপ... ঢিপ ঢিপ...
মিনিটে একাত্তর বার !!
লিংকঃ১
তোমার ঐ বত্রিশ ইঞ্চি বুকের পাজরে
কয় মহাসাগর ভালবাসা জমা আছে
সোনার দেশের তরে!
দৃশ্যপট-১
এগারো কোটি বাঙ্গালীর চোখের মণিতে
দাউদাউ করে জ্বলছে আগুনের শিখা;
সে অনির্বাণ শিখা ছড়িয়ে যাবে সবখানে !
জ্বলে পুড়ে খাঁটি হয়ে উঠুক আরেকবার
আমার সোনার বাংলা~
আমাদের সোনার বাংলা।
লিংকঃ২
আপনাকে বলছি।
আরে ভাই, আপনাকেই বলছি।
শুনুন। মুখ তুলে তাকান।
হুম্ম- আপনিও আছেন এখন ফ্রেমে।
আমরা সবাই আছি এবং থাকবো।
সব কিছুই ক্যামেরা বন্দী করা হচ্ছে।
যার যা করার কথা সবাই মন দিয়ে করুন।
আগামীতে আমরা আর সুযোগ নাও পেতে পারি !
তাই নিজের সবটুকু ঢেলে দিয়ে সবাই ফুটিয়ে তুলুন
আপনাদের গোটা ক্যারিয়ারের সর্বশ্রেষ্ঠ দৃশ্যখানি...। ।
চলমান দৃশ্যঃ২...
লাইট।
ক্যামেরা... রোলিং । ...অ্যাকশন...
ছবি সুত্রঃ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।