ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো ২০০৯ সালের বাজেটে তিন বছর কালো টাকা সাদা করতে দিছিলেন আমাদের অর্থমন্ত্রী। তখন উনি বেশ লজ্জিত ছিলেন। এফবিসিসিয়াইয়ের বেয়াইরা (ব্যবসায়ীরা রাজনীতিবিদ্দের বেয়াই হন) বলেছিলেন তিন বছরে দেশ থেকে কালো টাকার ইতিহাস উঠে যাবে (প্রথম আলো)। বেয়াইদের চাপেই হোক আর নিজের কলিগদের জন্যই হোক, তিন বছরের এই কালো টাকার রমরমা সিজনে কালো টাকা কমে নাই। সাদাও হয় নাই।
বরং এতই কালো টাকা হইছে যে রাস্তাঘাটে বস্তাসহ ধরা পর্তেছে ডেলিভারি ম্যান । তবে এগুলা সবই পুষ্টিকর কালো টাকা। অপুষ্টিকর কালো টাকা সম্পর্কে অর্থ্মন্ত্রিজি বলেন ‘অন্য দেশে আয় করে আমার দেশে পাঠাচ্ছে। এদের ওপর কোনো কর আরোপ করা হয় না। এতে টাকা কালো হচ্ছে।
’ (http://bit.ly/K1B6ob)
২০০৯ এর বাজেটে আরেকটা সুন্দর জিনিস রাখছিলেন উনি, পিপিপি। এতে পাব্লিকের কি লাভ হইছে জানি না। তবে লাভ একজনের ঠিকি হইছে। অরিয়ন গ্রুপ। বিদ্যুৎ খাতে তাদের অবদান অনেক।
খাম্বা জুটি তারেক-গিয়াসুদ্দিন মামুনকে হার মানাইছে সামিট- অরিয়ন। পিডিবির ওয়েবসাইটে নতুন রেন্টাল-কুইক রেন্টাল পাওয়ার প্লান্টগুলার এপ্রিল মাসের উতপাদন তালিকায় খালি শুন্য শুন্য শুন্য। তেল কিনতে কিনতে রাজকোষ খালি। তবে এগুলো সবি সাদা টাকার খেলা।
তিন বছর পরে, এখন কালো টাকা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না।
৬ টা রাজনৈতিক ব্যাংক খোলা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যে খোলা হলেও, এটা নাকি অর্থনীতির জন্য সফল বয়ে আনবে- বলেছেন আমাদের রাখাল গভর্নর। জ্বী স্যার, মখা-এরশাদ-তাপসদের ৪০০ কোটি করে টাকা সাদা হচ্ছে, সব পাপ ধুয়ে যাচ্ছে- দেশের অর্থনীতিতো একদিনেই তাগড়া করে ফেললেন। কালো টাকার ইতিহাস আর থাক্লো না।
এখন কালো টাকা সব প্রবাসীদের কাছে।
প্রবাসীদের টাকায় আয়কর নাই, তাই সেটা কালো। আর আপনাদের ৬ ব্যাংকের ৪০০ কোটি করে, ৬X ৪০০=২৪০০ কোটি টাকা রাতারাতি সাদা হয়ে গেল? এই টাকার উৎস কি? নির্বাচনের আগেতো সবাই নির্বাচন কমিশনের কাছে কৃষক-খামারি সেজেছিলেন সুরঞ্জিত সাহেবের মতো। আপনাদের সেই ৭-১০ লাখ টাকা ব্যাংকে কি এমন রতি ক্রিয়ায় মাতলো যে বাচ্চা ফুটিয়ে তিন বছরে ৪০০ কোটি হয়ে গেল? আর আমাদের প্রবাসীরা ব্যাংকে টাকা রাখলে হয়ে যায় তেজপাতা। ইনফ্লেশন ১০% উপরে চলছে প্রায় ৬মাস হলো।
আজকে প্রবাসীদের টাকা কালো হয়ে গেল, আর আপনারা কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে নির্বাচন করেছেন, সেগুলো সব সাদা? আপনার নেত্রী ২টা মার্সিডিজ বেঞ্জে চড়েন...২X২কোটি= ৪কোটি টাকা দাম (নূন্যতম) সেটা নাকি কোন ব্যবসায়ীর উপহার।
বাহ, ওটা কালো টাকা না! আর আমার বাবাকে মোবাইল উপহার দিতে যে ১০ হাজার টাকা পাঠিয়েছি...সেটা কালো টাকা হয়ে গেল!
প্রবাসীরা যে টাকা আয় করে, সেটা সেই দেশের ইনকাম ট্যাক্স দেয়ার পরেই হাতে পায়। তারা আপনাদের মতো রাষ্ট্রিয় টাকায় গাড়িও পায় না, ফ্ল্যাট পায় না, আপনারটা খাচ্ছেও না- পড়ছেও না। প্রবাসীদের পাঠানো ১৪ বিলিয়ন ডলারে(per year) বাজেট করেন, এক মাস টাকা পাঠানো বন্ধ রাখলে আপনার মত ১০ টা অর্থমন্ত্রী আসলেও পতন ঠেকাতে পারবে না
রেল মন্ত্রাণালয়ের দূর্নীতির মাত্র ৭০ লাখ টাকার জন্য যদি রেলমন্ত্রীর পদ যায়, অর্থমন্ত্রীর হাজার কোটি টাকার শেয়ার মার্কেট বিপর্যয় ঘটানোর জন্য কেন গদি নড়ে না। কে বেশি ব্যর্থ? শেয়ার বাজারীরা হয়ে গেল ফটকা, প্রবাসীরা হলো কালোবাজারি। আর আপনি রয়ে গেলেন ধর্মপূত্র যুধিষ্টির!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।