আমাদের কথা খুঁজে নিন

   

রানা প্লাজা(ধ্বংসাবশেষ) থেকে আরেকটি মেয়ে উদ্ধার !!!

মম অন্তর করো প্রসারিত , হৃদয় করো মোর উচ্ছ্বসিত , মনকে করো সুসমমণ্ডিত রানা প্লাজা(ধ্বংসাবশেষ) থেকে আরেকটি মেয়ে উদ্ধার !!! তিনি সম্পূর্ণ অক্ষত। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তার সাক্ষাতকার নিচ্ছিলাম। মোনায়েমঃ কিভাবে বেঁচেছিলেন? মরছি-না(মরজিনা) ঃ আমি ক্লান্ত,বলতে পারছিনা। প্রশ্নঃ দেখে বোঝার উপায় নেই আপনি এতদিন না খেয়ে না করে(!) কাটিয়েছেন।

মরছি-নাঃ এটা আল্লার অশেষ রহমত!!! প্রশ্নঃ কেন এতদিন পর বের হলেন? মরছি-নাঃ ঢুকলামই তো গতকাল,আরও আগে বের হব কিভাবে? প্রশ্নঃ বের হওয়ার পর কেমন লাগছে? মরছি-নাঃ মনে হচ্ছে আমি ভালো কোন নাট্য ক্লাবে স্থান পেয়ে যাব। তাই অনেক ভালো লাগছে। প্রশ্নঃউদ্ধার কাজ শেষ হয়ে গেল,তারপর আপনি বেরিয়ে আসলেন,ব্যাপারগুলো কেমন রহস্যজনক লাগছে না। মরছি-নাঃ আপনি এক পুটলা গাঁজা খেয়ে আসুন,আপনার ভুল ভেঙ্গে যাবে। আর কোন রহস্য খুঁজে পাবেন না।

মোনায়েমঃ আপনাকে আমার থাপ্পড় দিতে ইচ্ছে করছে। মরছি-নাঃ থাপ্পড়টা তাদেরই প্রাপ্য যারা এমন একটা সময়েও নাটকের আয়োজন করেছে,আর সেসব গাঁজাখোর যারা আমায় সাপোর্ট দিচ্ছে। আমি শুধু তাদের নাটকের একজন অভিনেত্রী। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.