আমাদের কথা খুঁজে নিন

   

ভিডিও সম্পাদনা - কিভাবে ঘরে বসে এ্যামেচার এডিটর হবেন, আর হোম ভিডিও বানাবেন

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

এ্যামেচার নভিসদের জন্য এ ব্যাপারে সর্বাগ্রে আপনার থাকতে হবে অদম্য উৎসাহ, অফুরন্ত সময় আর স্টেমিনা। এরপর, আপনার একটা ভিডিও ক্যামেরা থাকলে ভালো হয়; না থাকলে একটা ডিজিটাল ক্যামেরা হতে পারে যাতে ভিডিও-ও করা যায়; এ-ও যদি না থাকে তবে একটা মোবাইল থাকতে হবে, যা দিয়ে ভিডিও করা যায়।

আর থাকতে হবে একটা পিসি ও মোবাইল থেকে পিসিতে কানেক্ট করার যাবতীয় এসেসরি ও সফ্‌ট ওয়্যার। এখন ইচ্ছে মতো ছবি তুলুন। বন্ধুবান্ধব, ভাইবোনদের নিয়ে ৫-৭ মিনিটের ঘরোয়া নাটকের স্ক্রিপ রচনা করে নিতে পারেন। ডান? এবার ভিডিওগুলো পিসিতে কপি করে নিন। এখন ভিডিও মেকিংয়ের জন্য একটা সফ্‌টওয়ার ইন্‌স্টল করতে হবে পিসিতে।

৮-৯ বছর আগে আমি মুভি মেকার, আইফিল্মএডিট ব্যবহার করতাম। রিসেন্টলি Ulead VideoStudio ব্যবহার করছি। এটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে। প্রফেশনালরা হয়তো আরো উন্নত মানের সফ্‌টওয়ার ব্যবহার করেন। এবার প্রগ্রাম ওপেন করুন।

তিনটি মেনু আসবে। 'ভিডিওস্টুডিও এডিটর'-এ ক্লিক করুন। মেনু থেকে 'এডিট' ক্লিক করুন। নিচের বক্সে কারসার রাখুন। রাইট ক্লিক করুন।

আসবে : Insert video Insert DVD Insert image Insert audio সবার উপরেরটাতে ক্লিক করুন। নির্দিষ্ট ফাইল থেকে ভিডিওগুলো সিলেক্ট করে নিয়ে আসুন এখানে। মেনু বার থেকে 'শেয়ার' মেনুতে ক্লিক করুন। বক্সের ডানপাশে অনেকগুলো অপশন আসবে। প্রথম অপশন 'ক্রিয়েট ভিডিও ফাইল'-এ ক্লিক করুন।

যা আসবে তার উপরেরটাতে ক্লিক করুন। ফাইল সেইভ করুন। যা পেলেন তা অতি কাঁচা একটা জিনিস যদিও, কিন্তু আপনার হাতে করা এটিই প্রথম এ ধরণের ক্রিয়েটিভ কাজ বলে খুব রোমাঞ্চিত বোধ করবেন। আমি খুব কাঁচা হাতে ১৫ মিনিট দৈর্ঘ্যের দুটো মাদকবিরোধী নাটিকা বানিয়েছিলাম কয়েক বছর আগে। শিল্পমূল্যের দিক থেকে তার এক পয়সা মূল্য নেই, কিন্তু অভিনেতা-অভিনেত্রীগণ, এবং অফ কোর্স আমি, এডিটেড প্রডাক্ট দেখে 'নিজের প্রতিভায় নিজেই' হতভম্ব হয়ে গিয়েছিলাম।

আর, যা করলেন তা শুধু জোড়াতালি দেয়া হয়েছে। এডিটিং, সাউন্ড মিক্সিং ইত্যাদি'র উপর আগামীতে লিখবো। এবার পুরনো একটা নমুনা দেখুন , যা বিশিষ্ট ব্লগারদের ফটো আইকন দিয়ে করা হয়েছিল। যারা আগে দেখেছেন, তারা ডাউনলোড থেকে বিরত থাকতে পারেন। আরও কিছু ভিডিও ক্লিপ দেখুন, যার বেশিরভাগই ব্লগারদের আইকন যোগে বানানো হয়েছে ভার্চুয়াল সুন্দরীরা ব্লগারদের ছবি যোগে ভিডিও মিউজিক ৫০০ ব্লগারের ছবি যোগে ভিডিও মিউজিক তুমি সুন্দর তোমার ভাঁজ খোলো তোমার ভাঁজ খোলো-২ ফার্স্ট ক্লিপ অফ ভিডিও ক্লিপ উইথ ব্লগার্স পিকচার্স ব্গারদের ছবি নিয়ে একটা মজার খেলা


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.