আমাদের কথা খুঁজে নিন

   

ভিডিও পোস্ট: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বানানো ভিডিও

"লেখা কম, পড়া বেশি" ব্লগার
(সংবিধিবদ্ধ সতর্কীকরণ : স্লো ইন্টারনেট ব্যবহারকারীরা দূরে থাকুন। ) বিশ্ববিদ্যালয় জীবনের মজা এখানে না আসলে ঠিক পাওয়া যাবেনা। স্কুল কলেজ জীবনের বাঁধা ধরা নিয়মের পুরোটাই এখানে উবে যায়। যে ছেলেটা বাড়িতে গম্ভীর বলে পরিচিত, সে হয়তো বিশ্ববিদ্যালয়ে এসে হয়ে পড়ে সবচেয়ে বাচাল। অথবা যে ছেলেটা বইছাড়া দুনিয়ার কিছুই চিনত না, সে-ই বিশ্ববিদ্যালয়ে এসে হয়ে পড়ে নাম্বার ওয়ান ত্যাঁদড়।

বিশেষত যারা বিশ্ববিদ্যালয়ে হলে থাকার সুযোগ পায়, তারাই মজার পুরোটা নিতে পারে। এতগুলো সমবয়সী ছেলে একসাথে থাকলে নতুন নতুন আইডিয়া আসতে বাধ্য। এই সব আইডিয়ার অনেকগুলো যেমন হয় বদমায়েশি করার জন্য আর কিছু হয় সৃজনশীল। বিভিন্ন আইডিয়ার মধ্যে একটি হল নাটক/শর্টফিল্ম/ফান ভিডিও/ মিউজিক ভিডিও বানানো। আমার সৌভাগ্য হয়েছে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তৈরি ভিডিও গুলো দেখার।

এসব দেখলে অবাক হতে হয়। যেনতেন ভাবে যোগাড় করা ক্যামেরা, কাঁচা হাতের এডিটিং, কোন সেট তৈরি না করেই কত অল্প পরিসরে এসব ভিডিও বানানো হয়েছে। এগুলোর অধিকাংশই শিল্পমান যথেষ্ট ভাল। এগুলোর কোনটা তৈরি হয়েছে দেশি-বিদেশি কোন সিনেমা/নাটকের অনুকরনে বা ঐসব সিনেমা/নাটকের প্যারোডি আকারে। কোনটা হয়েছে দেশি-বিদেশি গানের মিউজিক ভিডিও আকারে।

কোনটা আবার ১৮+। কোনটাতে ক্যাম্পাসের অনিয়ম অব্যবস্থাপনাকে হাস্যরসাত্নক ভাবে তুলে ধরা হয়েছে। এই সব ভিডিওতে তিরিক্ষি মেজাজের স্যাররাও বাদ পড়েনি। আমি অনেকগুলো ভিডিও পেয়েছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছে থেকে ডিভিডি তে করে। এতদিন নিজেই দেখেছি।

কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম ঐ সব ভিডিও অনেকগুলোই সেখানে আপলোড করা আছে। তাই সেসব শেয়ার করার লোভ আর সামলাতে পারলাম না। এখানে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বানানো ভিডিও দিয়ে দিলাম। ইউটিউবে খুঁজলে আরও পাওয়া যাবে। তবে একটা কথা হল ভিডিওগুলো স্রেফ মজার জন্য তৈরি।

এখান থেকে শিক্ষনীয় কিছু আশা করা ঠিক হবে না। আইইউটি Birthday party at IUT IUT Music video batch 05 Oboyob music Video by ROWD (IUT04) 3 Idiots (IUT version for Freshers 2010) [HQ] Lab Aid Comedy Advertisement by IUTians IUT 05 kobita farewell 08 Shonkho-Rowd (IUT 04) video by Momel IUTian Movie APL রুয়েট '310' RELOADED golmaal_THE MASSACRE-1 golmaal_THE MASSACRE-2 golmaal_THE MASSACRE-3 golmaal_THE MASSACRE-4 golmaal_THE MASSACRE-5 golmaal_THE MASSACRE-6 golmaal_THE MASSACRE-7 (Ronjona) চুয়েট PANI+KOPAKUPI by Joyoddhoni কোন এক বছর চুয়েটের হলে পানির সংকট দেখা দিয়েছিল। সেটা নিয়ে এই ভিডিও বানানো হয়েছে। Protiti Rastay – Joyoddhoni Nilchey Tara DINBODOL by Joyoddhoni বুয়েট Ibne Batuta in BUET বুয়েটের এই ভিডিওটার শুধু প্রথম অংশ পেলাম, শেষ অংশ পেলে পরে যোগ করে দেব। এখানে মাত্র চারটি বিশ্ববিদ্যালয়ের ভিডিও সংযোজন করেছি।

এর কারন হল সময়ের অভাবে বাকি বিশ্ববিদ্যালয়ের ভিডিওগুলো খুঁজে দেখা হয়নি। আপনাদের কাছে এমন মজার এবং ক্রিয়েটিভ ভিডিওগুলোর লিংক থাকলে দয়াকরে এই পোস্টে শেয়ার করুন। ভিডিওর সাথে সাথে সেটা কোন ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী তৈরি করেছে, সেটাও জানান।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.