এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
এ্যামেচার নভিসদের জন্য
আগের পোস্ট আগে দেখুন, তারপর এটা পড়ুন প্লিজ
গত পোস্টে কোনো স্ক্রিনশট দেয়া হয় নি (পারতাম না। আজ শিখেছি)। বেটার এ্যাসিমিলেশনের জন্য কয়েকটা ক্রমিক স্ক্রিনশট দেখুন নিচে।
এরপর অন্যদিন
স্ক্রিনশটগুলো ক্লিয়ার আসে নি। কারণ, স্ক্রিন থেকে আজই আমার প্রথম 'শটে খড়ি'
হয়েছে আস্তে আস্তে হাত পেকে গেলে ভালো জিনিস দেব বলে আশা রাখি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।