অবশেষে আমি সামহয়ার ব্লগের প্রাথমিক সদস্য হতে পেরে ভালো লাগছে। কিছুটা হলেও লেখার প্রেরনা অনুভব করছি- আধুনিক সময়ের সন্তান হয়েও ইন্টারনেট এর সাথে পরিচয় ছিল না। মিডিয়ার (ইলেকট্রনিক ও প্রিন্ট ) বৌ্দলতে এ সম্পর্কে বহুদিন থেকেই সাধারন একটা ধারনা ছিল । দিন দশেক থেকে সল্প সময়ের জন্য আবু সুফিয়ান সুমনের সাথে বসে, নেট, ফেইসবুক, সামু ব্লগ সম্পর্কে কিছু ধারনা পায়। অতপর আজকে একটি ব্লগ একাউন্ট ওপেন করলাম।
এ ক' দিন ফেইসবুক এবং ব্লগের বিভিন্ন লেখা পড়ে মনে হয়েছে , এখানে সত্তিকারের স্বাধীনতা রয়েছে , এই অর্থে যে ,রাষ্ট্রবিজ্ঞানে নাগরিক স্বাধীনতা বিষয়ে বলা হচ্ছে,- অপরের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছানুযায়ি যে কোন কাজ করার ক্ষমতায় হচ্ছে স্বাধীনতা, এ স্বাধীনতা এই মাধ্যম গুলোতে রয়েছে। এই স্বাধীনতা প্রত্যেকটা স্বশিক্ষিত, প্রকৃ্ত শিক্ষিত মানুষ চায় বা প্রয়োজন ওনুভব করেন কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে , এ ধরনের অনেক মানুষ থাকা সত্তেও আমার জানা মতে অনেকেরই ইন্টা্নেটের সাথে সম্পর্ক নেই । এ শ্রেনীর মানুষ গুলকে ব্লগের সীমানার আওতায় আনা বিবিধ কারনে প্রয়োজন । কি করলে ব্লগ সীমার আওতায় তাদের আনা যাবে, এ বিষয়ে বিশেষ ভাবে বোলতে না পারলেও এটুক মনে হয় যে, তারা এই স্বাধীনতার কথা যদিও সাধারন ভাবে জানে কিন্তু বুঝতে বা এর রস আস্বদন করতে পেলে তার ব্লগের জগতে থেকে যাবে। আমি আশা করি দিন দিন প্রতিদিন আমার মত আরোও অসংখ্য মানুষ ব্লগসীমার আওতায় আসবে।
সামহয়ার ব্লগ দীর্ঘজীবি হোক । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।