আমাদের কথা খুঁজে নিন

   

বিস্ময়কর সামুদ্রিক পাখি আলবাট্রস এর কথা

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন মহান সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি হল এই পাখি যে তার লম্বা ও সরু ডানায় ভর করে বাতাসে একবারও ডানা না ঝাপটয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারে এবং ভ্রমণ করতে পারে হাজার মাইলেরও বেশী। বিজ্ঞানীরা উড়তে পারার এই আশ্চর্য ক্ষমতার নাম দিয়েছেন প্রকৃতির এক অলৌকিক প্রকৌশলী হিসাবে। আর সেই হল পৃথিবীর সবচেয়ে বড় পাখি (উড়তে সক্ষম) আলবাট্রস। এদের ওজন ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের ডানার প্রশস্ততা পৃথিবীর সব অন্য পাখির চেয়ে অনেক বড় হয়, দৈর্ঘ্য প্রায় ১১ ফুট মানে প্রায় দুইজন মানুষের সমান।

আরও কিছু অজানা তথ্যঃ * আলবাট্রস তার প্রেমিকা/প্রেমিকা বাছায়ের ক্ষেত্রে অনেক বছর সময় নেয় এবং সঙ্গী মারা না গেলে তার সাথেই বাকি জীবন থাকে। * এদের প্রজনন হার খুবই কম, এক প্রজনন ঋতুতে মাত্র একটি ডিম দেয় এবং সব প্রজনন ঋতুতে আবার ডিম দেয়না। * বাচ্চাদের মুখে তুলে দেবার খাবার সংগ্রহের জন্য এরা হাজার হাজার কিলোমিটার পথ উড়ে বেড়ায়। এমনকি দশ হাজার (১০,০০০) কিলোমিটার পথ পাড়ি দিয়েও সন্তানের জন্য খাবার নিয়ে আসে। * এদের বাচ্চারা উড়তে শেখার পর দীর্ঘদিন সাগরেই কাটয়ে দেয় এবং অনেক বছর এমনকি ৫ থেকে ৭ বছর আর ডাঙ্গায়ই আসে না।

* পৃথিবীতে বর্তমানে একুশ (২১) প্রজাতির আলবাট্রস পাখি পাওয়া যায়। উত্তর আটলান্টিক ছাড়া প্রায় সব সাগরেই এদের বিস্তার রয়েছে এবং সতের (১৭) প্রজাতিই পাওয়া যায় দক্ষিণ গোলার্ধে। আলবাট্রসরা আজ মহাবিপদেঃ ২১ টি প্রজাতির মধ্যে ১৯ টি প্রজাতিই আজ বিলুপ্তির পথে (IUCN 2010)। সাগরে মাছ ধরতে যাওয়া নৌকাগুলি আলবাট্রস পাখি ব্যাপকভাবে নিধন করে চলছে। খাবারের টোপ ফেলে বড়শিতে আটকে তাদের শিকার করে চলছে।

এই মানুষগুলি প্রতিবছর এক লক্ষেরও বেশী আলবাট্রস এবং আরও তিন লক্ষের বেশী অন্যান্য সামুদ্রিক পাখি হত্যা করে চলছে। তথ্য ও ছবিঃ ইন্টারনেট মাইন রানা  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.