আমাদের কথা খুঁজে নিন

   

সামাজিক বাবুইর বিস্ময়কর বাসাঃ

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন বাবুই পাখিকে সুদক্ষ কারিগর বলা হলেও কম বলা হবে। অনেক পাখিই বাসা বানায় তবে বাবুই পাখির মত এত সুন্দর ও চমৎকার পাখি আর কোন পাখি বানাতে পারে না। আর সকল বাবুই পাখির মধ্যে দক্ষিণ আফ্রিকার সামাজিক বাবুই বা Sociable Weaver এর বাসা হল সবচেয়ে আশ্চর্য এক পাখির বাসা। বোতসোয়ানার কালাহারি মরুভূমিতে এই পাখির বসবাস সবচেয়ে বেশী। তাদের তৈরি এই বাসা পৃথিবীর অন্য সকল পাখির যে কোন সৃষ্টির চেয়ে বিশাল বড়।

এক একটা বাসা এক একটা গ্রামের মত এবং শতাধিক পরিবার এই বাসায় বাস করে। একসাথে বাসা তৈরি করলেও প্রত্যেক জোড়া বা পরিবারের জন্য থাকে পৃথক কামরা বা কুঠরি। প্রযুক্তির দিক থেকেও এই বাসা প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। এদের এই বাসায় দুই ধরনের ঘর বা কোঠরি থাকে। ভিতরের কুঠরিগুলি উষ্ণ থাকে ও বাহিরের কুঠরিগুলি থাকে শীতল।

রাত্রি বেলা যখন তাপমাত্রা অনেক কমে যায় তখন বাবুই পাখিগুলি ভিতরের ঘরগুলিতে আশ্রয় নেয় যেখানে তাপমাত্রা থাকে ১৬-৩৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের প্রখর রোঁদে চরম গরমের সময় তারা নিচের ছায়ার কুঠরিগুলিতে আশ্রয় নেয় যেখানে তাপমাত্রা থাকে বিস্ময়করভাবে মাত্র ৭-৮ ডিগ্রি সেলসিয়াস। এই সামাজিক বাবুই পাখিগুলি তাদের এই বাসা মরুভূমির অন্যান্য পাখিদেরও মিলেমিশে ব্যাবহার করতে দেয় এবং সহবস্থান করে। কিন্তু মানুষ অনেক সময় অহেতুক কারণে বা শিকারের জন্য তাদের বাসায়ও হামলা চালায় নষ্ট করে দীর্ঘ দিনের কঠোর শ্রমে গড়া এই বাসা। এই সামাজিক বাবুই পাখিরা যুগযুগ ধরে বেঁচে থাকবে এটাই আমাদের কামনা।

মাইন রানা আরও পোস্ট প্রাণিজগতের অজানা রহস্য ভাল লাগলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আশা করি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.