আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালায়ন আমাকে যেভাবে পোন্দাইতাছে (দুখী বাংলালায়নকারীরা এক হও)

আমি ভদ্র লোক, যদি বিশ্বাস না করেন তাহলে আপনাকে গুলি করে মারবো ভাইরে কি আর কমু দুঃখে্র কথা, আমি চালাই বাংলালায়ন ৫১২ কেবিপিএস আনলিমিটেড, দিনে বাসায় থাকা হয়না তাই রাতে আইসা নেট চালাই । রাত ১০টা পর্যন্ত ঠিকই স্পিড পাই, শালার ১০টার পরেই স্পীড পাই ১৫৬ কেবিপিএস । ওগো কাস্টমার কেয়ারে ফোন দিলে কয় স্যার আমি রিসেট দিয়ে দিচ্ছি আপনি ১০ মিনিট পর দেখুন, এই করতে করতে এই ১০ মিনিট পর দেইখ্যা হতাশ হইয়া যাইগা ঘুমাইতে, এভাবে প্রায় একমাস চললো । আর ওগো কাস্টমার কেয়ারের কথা কি কইতাম, কথার আগেই শিক্ষিত মাইনসের মতো স্যার কইয়া উলটা আমারেই মারে ধমক । যাইহোক আজগা কানতে কানতে দিলাম ফোন আউজগা কইলো আসল কথা, কয় আমি নাকি ৩০ মিনিটে ৭৮ এমবি ডাউনলোড করছি তাই আমারে ফেয়ার ইউসেজ পলিসিতে ফালাইছে, এর লাইগগা সকালে ঠিক হইবো । আমি কইলাম হায় হায় আমিতো বাসায় আইসা নেট পাইছি ২০ মিনিট কারেন্টই ছিলোনা, দিলো আমারে এক ধমক কয় আমি দেখতেছি আপনে করছেন : এখন বাংলালায়নের ডাটা অপশনে যাইয়া দেখি আমার গতকালে টোটাল ডাউনলোড ছিলো ১৪ এমবি হালায় কইত্তে পাইলো আমি ৭৮ এমবি করছি বাংলালায়নরে নিয়া একটা কবিতা লিখছিলাম ওগো গ্রুপে, পরে ব্লক খাইছিলামঃ বাংলালায়ন বাংলালায়ন আমাগো দেও বাঁশ কয়দিন পর তুলে নেবো তোমার চামড়ার আঁশ । সুন্দরী মাইয়া দিয়া চালাও কাস্টমার কেয়ার আমারা খাই পুটকি মারা, খাই আবার ফেয়ার । হ্যালো স্যার, ওকে স্যার কেন মিছিমিছি বাংলালায়ন লাইন কিনে, বিষ তুলে নিছি কুত্তারবাচ্চা তোগো কাছে একটাই দোহাই তাড়াতাড়ি বাংলা ছাড়, পাবিনা আর রেহাই । আপনাগো কারো এই সমস্যা হয় ?? একটু শেয়ার করেন, তাইলে বুঝতে পারতাম আসলে কি হইতাছে...কিছুদিন পর ব্রডব্যান্ড নিয়ে নিবো (আহা কতইনা সুখের ছিলো আমার ব্রডব্যান্ডবেলা )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.