প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মানুষের সময় অনেক দামি হয়ে উঠেছে। এখন মানুষ ফেসবুক বা অন্যান্য সোশ্যাল নেট ওয়ারকিং সাইটে অনেক সময় দেয়। হয়ত ইন্টারনেট এর বিল দেয়ার জন্য ব্যাঙ্কে গিএ লাইন এ দাঁড়িয়ে বিল জমা দেয়ার ঝামেলা কমানোর জন্য পোস্টপেইড বিল ও প্রি পেইড এর মত আগেই রিফিল করা যাচ্ছে। কিন্তু যাদের রাস্তার মোড় এ গিয়ে ইন্টারনেট রিফিল করার সময় টাকে বাচাতে চান তাদের জন্য - মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এর যেকোনো সেভিংস বা কারেন্ট একাউন্ট থেকে ঘরে বসে ইন্টারনেট রিফিল করুন, শুধু ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করে। https://ibank.mutualtrustbank.com এমন কি, আপনি আপনার মোবাইল থেকে ও বিল দিতে পারবেন। https://mbank.mutualtrustbank.com হয়তো অনেকে বলবেন, এই বিল দিলে সেটা কখন এফেক্ট পরবে? -কয়েক মিনিটের মধ্যে আপনার বিল পে হয়ে যাবে। ভবিশ্যতে আরও অনেক সারভিস নিএ আসছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।