আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের কালো বিড়াল

কালো বিড়ালের শরীর কালো হাত-পা সাদা। এই বিড়াল মুখ ভেংচি কেটে অস্বাভাবিব বিশ্রী ভঙ্গিতে কথা বলে। তার দাবী ঘরে যত কালো বিড়াল আছে সবগুলোকে ঝেটিয়ে বিদায় দিবো। দেখি দুধ খায় কিভাবে ? অন্য বিড়াল দুধ খেলে সে ম্যাও ম্যাও করে বলে, দুধ বিষাক্ত, স্বাস্থের জন্য ক্ষতিকর। হঠাত অনেকদিন পর এখন তার সামনে দুধের বাটি, অন্য বিড়াল গুলো ছোট, বড় বিড়াল ঘরে নাই ।

এই সুযোগে কাল বিড়াল দুধে মুখ দিলো। রাতের অন্ধাকার(রাত ১১টা ) থাকায় মুখ ডুবে গেল দুধের ভিতর । অন্য বিড়ালরা এসে দেখল বড় এই কালো বিড়ালও দুধ খায়। শুধু না খেতে পেয়ে এতোদিন দুধের অপকারিতার কথা বলেছে। কিন্তু বিড়াল যে দুধ খেয়েছে তা মানতে নারাজ, যদিও তার মুখে দুধ লেগে আছে ।

রাগ করে শাস্তি স্বরূপ ছোট বিড়ালের লেজ কেটে দিলো, দুধের বাটির দুধ কমেছে বলে। দেশের সকল কালো বিড়াল রেলের বিড়ালের মুখে দুধের দাগ দেখে গোস্বা করেছে। এইহাত-পা সাদা শরীর কালো বিড়াল দুধ খায় সকলে জানলো কেন। আমরা যে বাটির পরিবর্তে পাতিল ভর্তি দুধ খাই গৃহস্থ বুঝলেও লাঠি দিয়েতো বাড়ি দিতে পারে নাই। বি: দ্র: ইহা একটি কাল্পনিক ঘটনা মাত্র।

কোন বিড়ালের সাথে এর কোন প্রকার যোগাযোগ খুজিয়া পাওয়ার চেষ্টা করলে কিংবা মিল পাইলে ইহা আপনার মস্তিষ্কপ্রসুত এর জন্য এই প্রদায়ক দায়ী নহে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.