আমাদের কথা খুঁজে নিন

   

বায়ার্নের মাঠে রিয়ালের আরেকটি ব্যর্থতা

মিউনিখে রিয়াল মাদ্রিদের ব্যর্থতার ইতিহাস বিস্ময়কর। এর আগে এখানে ৯ ম্যাচ খেলে ৮টিতেই হার মেনেছিলো তারা। এবার আরেকটি ব্যর্থতার বেদনায় নীল ইউরোপের সফলতম ক্লাবটি। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মাঠ অ্যারিয়াঞ্জ অ্যারেনায় ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। এবারের চ্যাম্পিয়নস লিগে এটাই রিয়ালের প্রথম হার।

আগামী বুধবার রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে আবার মুখোমুখি হবে দুদল। ঘরের মাঠে শুরু থেকেই রিয়ালকে চেপে ধরে বায়ার্ন। ১৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। কিন্তু ফ্র্যাঙ্ক রিবেরিকে বক্সের মধ্যে রিয়ালের ডিফেন্ডার সার্জিও র‌্যামোস ফেলে দিলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। তবে ঐ ঘটনার দুই মিনিট পরই কর্নার থেকে রিবেরির জোরালো শট এগিয়ে দেয় বায়ার্নকে।

২২ মিনিটেই সমতা ফেরানো সুযোগ পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক মার্টিন ন্যুয়েরকে একা পেয়েও গোল করতে পারেননি রিয়ালের পর্তুগিজ তারকা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। এবারের টুর্নামেন্টে বিরতির সময় রিয়ালের পিছিয়ে থাকার অভিজ্ঞতা এটাই প্রথম। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে রিয়াল।

৫৩ মিনিটে তার সুফলও পেয়ে যায় তারা। একটি চমৎকার আক্রমণ থেকে রোনালদো পাস দেন মেসুত ওজিলকে। বল জালে জড়াতে ভুল হয়নি রিয়ালের জার্মান ফরোয়ার্ডের। এরপর মারিও গোমেজ বেশ কয়েকটি সুযোগ পেলেও রিয়ালের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস বাধার প্রাচীর হয়ে দাঁড়ান তার সামনে। তবে শেষ রক্ষা করতে পারেননি ক্যাসিয়াস।

সবাই যখন খেলা অমীমাংসিত থাকার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই অতিথিদের বুক-ভেঙ্গে-দেয়া সেই গোল। ৯০ মিনিটে ডান প্রান্ত থেকে নেয়া ফিলিপ ল্যামের ক্রস ধরে বায়ার্নকে উল্লাসে ভাসিয়ে দেন গোমেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০৯১৯ ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।