আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ বায়ার্নের

জয় প্রত্যাশিতই  ছিল। কিন্তু বিপক্ষ কোনও অঘটন ঘটায় কি না তা দেখার অপেক্ষায় ছিল পুরো ফুটবল বিশ্ব। কিন্তু কোনও অঘটন ঘটল না। গতকাল মধ্যরাতে রাজা ক্যাসাবলাঙ্কাকে সহজেই ০-২ গোলে হারিয়ে দিয়ে বিশ্ব ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ জিতে নিল বায়ার্ন মিউনিখ।

দলের জয়ে অবদান রাখলন ড্যান্টে এবং থিয়াগো আলকানটারা।

বুন্দেশলিগা, উয়েফা চ্যাম্পিয়ন লিগ, উয়েফা সুপার কাপ খেতাবের পরে বায়ার্নের নতুন পালক যুক্ত হল  বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ।

মারাকেসে টানটান উত্তেজনার মধ্যে শুরু হয়েছিল বিশ্ব ক্লাব কাপের ফাইনাল। মাত্র সাত মিনিটের মধ্যেই ড্যান্টে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। এরপর গোটা মাঠ জুড়ে খেলতে শুরু করেন ফ্রাঙ্ক রিবেরিরা। টমাস মুলার এবং টনি কারসরা বারবার রাজা ক্যাসাবলাঙ্কার গোলে হানা দেন।

তাতে বিপক্ষের রক্ষণ অবিন্যস্ত হয়ে পড়ে। এরপর ২২ মিনিটে থিয়োগো গোল করে বায়ার্নের পক্ষে ব্যবধান বাড়ান।

প্রথমার্ধে প্রবলভাবে আক্রমণ করেছে পেপ গুয়ার্দিলোর খলোয়াররা। বিরতির সময় দু’গোলেই এগিয়ে ছিল বায়ার্ন। বিরতির পরে বিপক্ষ কিছুটা ধাক্কা দেওয়ার চেষ্টা করে।

কিন্তু তাদের প্রচেষ্টা যথেষ্ট ছিল না। বিপক্ষের আক্রমণে বিচলিত না হয়ে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরে ক্যাসাবলাঙ্কার যাবতীয় প্রয়াস বানচাল করে দেয়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.