নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। গাড়িটা যাচ্ছিল সুরঞ্জিতের বাড়িতে, হঠাৎ ঢুকে গেলো পিলখানায়। কেন? এটা কী গাড়ি চালকের সততা, নাকি কাকতালীয় ব্যাপার? বিষয়টা আমাদের কাছে আজও অজ্ঞাত। ঘটনা যা-ই হোক, থলের বিড়াল বেরিয়ে এসেছে। এটা আমাদের কথা নয়, মিডিয়ার কথা।
কারণ, জনগণকে এমন বেকুব ঠাওর করা উচিত নয়। জনগণ ঠিকই জানে, ধরা খাক আর না খাক এরা চুরি করে, এরা চোর। চুরি ছাড়া পুঁজিবাদ টিকতে পারে না। মালিক শ্রমিকের শ্রম চুরি করে, সাম্রাজ্যবাদ তৃতীয় বিশ্বের সম্পদ চুরি করে আর বুর্জোয়া শাসক চুরি করে জনগণের সম্পদ, কিন্তু আমাদের অপমান লাগছে কিংবা বিস্মিত হচ্ছি আমরা- চোরকূলের শিরোমণি শাসক শ্রেণীর আরেক অংশ বেগম খালেদা জিয়ার বিএনপি যখন সুরঞ্জিতের চুরি নিয়ে কথা বলছে। আমরা কী ভুলে গেছি ২০০১-২০০৬ পর্যন্ত খালেদা জিয়ার শাসনকালের কথা, হেন কোন অপরাধ আছে যা তারা করেনি? তাই বলছি, চোরকে চোর বলা তাদেরই শোভে, যাদের সততা আছে।
আমাদেরতো মনে আছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম জিয়ার কালো টাকা সাদা করার ইতিহাস, আরো মনে আছে ফালুর (রিলিফের) টিনচুরির ইতিহাস, মনে আছে খোন্দকার দেলোয়ার হোসেনের গুণধর পুত্র পবনের গাড়িচুরির ইতিহাস, মনে আছে তারেক-কোকোর সেই ভয়ানক দুর্নীতির চিত্র। তাই বিএনপি সুরঞ্জিতকে নিয়ে যতই মাতামাতি করুক, আদপে সব কুকুরের এক ঘেউ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।