প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা মূল খবর পড়ুন এখানে
আরো পড়ুন >> পাকিস্তান সফর নিয়ে তোপের মুখে বিসিবি
বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং সিনিয়র খেলোয়াড় তামিম ইকবাল বলেছেন তিনি স্টুয়ার ল এর পদত্যাগ করার কোন কারণ খুঁজে পাচ্ছেন না। তিনি এটা জানিয়েছেন স্টুয়ার্ট ল এর পদত্যাগ ঘোষনা দেবার ঘন্টাখানেক পর।
ক্রিকইনফোকে তামিম বলেছেন, "আমি পুরোপুরি অবাক হয়েছি, কিন্তু সত্য কথা হলো পরিবারই সবার আগে। " স্টুয়ার্ট ল এমন সময়ে পদত্যাগ করলেন যখন মাত্রই বাংলাদেশ এশিয়া কাপে ধারাবাহিক সফলতা পাবার স্বাদ পেয়েছে।
তামিম জানিয়েছেন পূর্বের ডেভ হোয়াটমোর কিংবা জেমি সিডন্সের চেয়ে স্টুয়ার্ট ল কোন অংশেই কম পেশাদার নন।
তিনি বলেন, "ল আমাদের বিশ্বাস করতে শিখিয়েছে আমরা কি করতে পারি এবং যে কোন খেলোয়াড়ের সমস্যা সমাধানে তিনি ছিলেন খুবই আন্তরিক। আমাদের মতো টিমের জন্য আত্মবিশ্বাস খুবই জরুরী আর ল সে কাজটাই করে গেছেন আমাদের জন্য। "
"একজন খেলোয়াড়ের উন্নতির জন্য ল যথেষ্ট সময় নিতেন, তাকে তার স্বাভাবিকতা ধরিয়ে দিনে। ড্রেসিং রুমে তার উপস্থিতি আমাদের সবাই উপভোগ করতো। "
তামিম নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, "গত ডিসেম্বরে যখন আমি কঠিন সময় পারছিলাম, ব্যাটে বল লাগছিলো না, তখন ল আমাকে কঠোর অনুশীলন করতে বলেন।
তার বলা কথাগুলোর ভেতর একটা লাইন আমি কখনও ভুলতে পারবো না। সেটি হলো, কেউ এখন খারাপ করছে আর কেউ এশিয়া কাপে খারাপ করবে। "
তামিম এশিয়া কাপে টানা চার ম্যাচে চারটি অর্ধশতক সহ টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন।
তামিম আরো বলেন, "আমরা অবশ্যই তার অভাব অনুভব করবো, আর এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ট্রাজেডিও বটে, যখনই আমাদের ক্রিকেট ভালো কিছুর দিকে আগায় তখনই কোন না কোন দূর্ঘটনা ঘটে যায়। "
আরো পড়ুন >> পদত্যাগ করলেন বাংলাদেশ দলের কোচ স্টুয়ার্ট ল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।