Doing job. দুই বছরের চুক্তি শেষ হবে ২০১৩ সালের ৩০ জুলাই। তবে পারিবারিক কারণে তত দিন বাংলাদেশ দলের কোচের দায়িত্বে থাকতে চাইছেন না স্টুয়ার্ট ল। পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে এর মধ্যেই বিসিবিকে চিঠি দিয়েছেন এই অস্ট্রেলিয়ান। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আজ তা ঘোষণা করবে বিসিবি।
ছুটি কাটাতে গত কিছুদিন অস্ট্রেলিয়ায় ছিলেন ল।
আজ ভোরে ঢাকায় ফিরে দুপুরে সংবাদ সম্মেলনে থাকার কথা তাঁরও। তবে এজেন্টের মাধ্যমে ই-মেইলে ল কয়েক দিন আগেই বিসিবির কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। ছেলেরা বড় হচ্ছে, এ অবস্থায় পরিবারকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন বলে মনে করছেন তিনি। বাংলাদেশে কোচের জীবন আনন্দে কাটালেও চাকরি ছাড়তে চাইছেন সে কারণেই। চিঠিতে ল বলেছেন, ‘আমি পদত্যাগ করছি এবং সেটা এখনই জানিয়ে দিচ্ছি যাতে বিসিবি নতুন কাউকে খুঁজে নিতে পারে।
’ জেমি সিডন্স চলে যাওয়ার পর গত বছরের জুনে বাংলাদেশ দলের দায়িত্ব নেন স্টুয়ার্ট ল।
‘সাম্প্রতিক বিষয়ে’ কথা বলার উদ্দেশ্যে আজ দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিসিবি। বোর্ড সূত্রে জানা গেছে, স্টুয়ার্ট ল-র পদত্যাগের সিদ্ধান্তই জানানো হবে সেখানে
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।