আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের উন্নতির জন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেইঃ স্টুয়ার্ট ল

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা বিস্তারিত পড়ুন এখানে আরো পড়ুন >> বাংলাদেশ ২০১৪ টি-২০ তে ১৬টি দল রাখবে আইসিসি পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন মেসি! মাত্রই সাবেক হয়ে যাওয়া বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল বলেছেন, "খুব দ্রুত বড় দল হয়ে ওঠা বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং বরং কঠোর পরিশ্রম করে ম্যাচ বাই ম্যাচ জিতে যাওয়ার চেষ্টা করতে হবে। " স্টুয়ার্ট ল গতকাল পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। এশিয়া কাপে ধারাবাহিক জয়, ভারত শ্রীলংকাকে হারানো এবং ফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাত্র ২ রানের জন্য শিরোপা হাতছাড়া বাংলাদেশের কোচ থাকাকালীন সময়ে এটিই ল’র সেরা সাফল্য। " সংবাদ সম্মেলনে ল’ আরো বলেন, "আপনি কখনই পরিপূর্ণ নন, যতটুকু সম্ভব আপনাকে ভালো করার চেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে কঠোর পরিশ্রম ছাড়া কোন কিছুই অর্জন সম্ভব নয়।

আমি বাংলাদেশের খেলোয়াড়দের অনেক মিস করব, ওদের জন্য শুভেচ্ছা রইল। " গত জুলাইতে জিম্বাবুয়ে ট্যুরে একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারের মধ্যে দিয়ে বাংলাদেশের কোচ হিসেবে ল’র অভিষেক । ল’ বলেন, "একজন কোচ সবসময়ই সাফল্য পাবেন না, খেলোয়াড়দের বুঝতে হবে তারা কি চায়, এবং কোচ কি চায় তাও খেলোয়াড়দের বোঝাতে সক্ষম হওয়া কোচের দায়িত্ব। সঠিকভাবে খেলোয়াড়দের পরিচালনাও কোচের দায়িত্বের মধ্যে পরে। কারণ সব খেলোয়াড়কেই আপনি সবসময় একই ভাবে পরিচালনা করতে পারবেন না।

" "আমি চাই, আমার এবং খেলোয়াড়দের মধ্যে পারস্পারিক বিশ্বাস স্থাপন হোক। কোচ এবং খেলোয়াড়দের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ। " এমন একটা সময়ে ল’ বিদায় নিচ্ছেন যখন বাংলাদেশ ধারাবাহিকভাবে সাফল্য পেতে শুরু করেছে। ল বলেন, "আমি নিজেও খুব ব্যাথিত, কারণ আমরা ক্রমেই উন্নতি করছিলাম, বড় দলগুলোকে হারাতে শুরু করেছিলাম। " "বাংলাদেশ দলে খুব ভালো কিছু খেলোয়াড়ের সমাবেশ ঘটছে যা বাংলাদেশের ভবিষ্যতে জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সাকিব, তামিম দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত হচ্ছে। তারা কি করতে পারে আমরা তা গত এশিয়া কাপেই দেখেছি। " স্টুয়ার্ট ল ক্রিকেট থেকে একেবারেই বিদায় নিচ্ছেন না । ল’ বলেন, "এই দায়িত্ব ছেড়ে দিচ্ছি মানে ক্রিকেট কে ছেড়ে দিচ্ছি না। আমি আমার মাতৃভূমি ব্রিসবেনে ফিরে যাচ্ছি, সেখানে পরিবারকে সময় দেব।

এরপর আবারও ক্রিকেটে ফিরব। " মূল খবর এখানে আরো পড়ুন >> দ্রুত উইকেট পতনের ২য় দিন অসিদের উইগান এ্যাথলেটিকের এবার আর্সেনাল বধ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.