আমাদের কথা খুঁজে নিন

   

পদত্যাগ করলেন বাংলাদেশ দলের কোচ স্টুয়ার্ট ল

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা আরো পড়ুন >> স্টুয়ার্ট ল এর পদত্যাগে তামিমের তীব্র হতাশা প্রকাশ ৩০শে মার্চ রাতে গুঞ্জন শোনা গিয়েছিলে কোচ স্টুয়ার্ট ল পদত্যাগ করেছেন। কিন্তু পরদিন জানা যায় গুজব। কিন্তু আজ এসে জানা গেল গুজব নয় সেদিন সত্যিই স্টুয়ার্ট ল বিসিবির বরাবরে পদত্যাগ পত্র দিয়েছিলেন। বিসিবি তাকে বোঝানোর জন্য সে খবর মিডিয়াতে দেয়নি। শেষ পর্যন্ত বিসিসি স্টুয়ার্ট লকে বোঝাতে পারেনি।

জুনের ৩০ তারিখে স্টুয়ার্ট ল বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দিবেন। বিসিবিতে আজকের সংবাদ সম্মেলনে এ কথা জানান অস্ট্রেলিয়ান কোচ। পাকিস্তান সফরের সাথে স্টুয়ার্ট লয়ের পদত্যাগের সম্পর্ক নেই। স্টুয়ার্ট ল জানান তার পরিবার থাকে ইংল্যান্ডে। তার এক ছেলে মানসিকভাবে বিধ্বস্ত।

তিনি তার পরিবারকে সময় দিবেন এবং পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতে স্থায়ী হবেন বলেই বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তিনি বলেন, "ক্রিকেট আমার জীবনের বিরাট অংশ দখল করে আছে, কিন্তু গত এক বছর ধরে আমি বুঝেছি পরিবারের চেয়ে কিছুই গুরুত্বপূর্ণ না। তারা যদি খুশী না থাকে তবে আমিও খুশী থাকতে পারবো না। " ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি থাকলেও এক বছর আগেই তাকে চলে যেতে হচ্ছে। স্টুয়ার্ট ল এর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলো।

তার নেতৃত্বে বাংলাদেশ দল ধারাবাহিকতা এনেছে। তাই এই অসময়ে হারানো বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। গতকাল পাকিস্তান সফরের ঘোষনার পর আজ স্টুয়ার্ট ল এর পদত্যাগ অনেকের মনে প্রশ্ন জাগিয়েছিল কোচের পদত্যাগের সাথে পাকিস্তান সফরের কোন সম্পর্ক রয়েছে কিনা। সত্যিকার ব্যাপার হচ্ছে পাকিস্তান সফরের সাথে কোচের পদত্যাগের কোন রকম সম্পর্ক নেই। বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "যদি সফরটি হয় তবে ২৮ এবং ২৯ তারিখ দুদিন খেলা হবে।

" বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়া এখনও নিশ্চিত নয়। বিসিবি প্রধান মুস্তফা কামাল দেশে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়। তিনি এখন ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ যদি পাকিস্তান সফরে যায় তবে কোচ স্টুয়ার্ট ল দলের সাথেই থাকবেন। পাক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফকে ঘিরে ঢাকা প্রিমিয়ার লীগের অচল অবস্থা শীঘ্রই কাটবে বলে বিসিবি থেকে জানানো হয়।

মূল খবর পড়ুন এখানে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.