আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন (মনের কিছু দুখের কথা)

জীবনে সফল হতে চাই। আমার আম্মু গতকাল থেকে অনেক কষ্টে আছে, এইটা আমি বুঝতে পারতেছি কিন্তু কিছু করতে পারতেছি না, এটা ভেবেই আমার নিজের অনেক কষ্ট লাগতেছে। আম্মার কষ্ট পাবার কারন আর কিছুই না সেটা হল গতকাল থেকে বাবু (আতিফ) কে তার আম্মা অফিসে নিয়ে যাচ্ছে। আর আমার বড় ভাই সেটা অনায়েসেই অনুমতি দিয়ে দিল, একটা বারও আমার আম্মার কথা চিন্তা করল না। আফসোস! কি হবে আম্মাকে এতো কষ্ট দিয়ে! আল্লাহ তো উপরে একজন আছে।

উনি ঠিক এ ন্যায় বিচার করবেন। আম্মার কষ্ট আমি সহ্য করতে পারি না, যদিও আমি নিজেও মাঝে মাঝে আম্মার সাথে রাগ করে ফেলি। কিন্তু এইভাবে বুঝে শুনে কখনো আম্মাকে কষ্ট দিয়েছি বলে মনে পরে না। ছোট ভাই সুমন সিএ ফার্মে জয়েন করার পর বাসায় আম্মা একাই ছিল কিন্তু বাবুকে নিয়ে সময় কেটে যেত, অনেক কথা বলতো আমাকে যে, বাবু এইটা করছে, ওইটা করছে। আম্মার কথা শুনেই বুঝা যেত আম্মার কিছু কষ্ট হলেও অনেক শান্তি পেত বাবুকে রাখার মধ্য দিয়ে।

বাবু সারাদিন আম্মার পিছনে পিছনে ঘুরত। আম্মার হাত ধরে টানতো। আম্মার অনেক ভাল লাগতো আমি নিশ্চত। কিন্তু আজকে সহ ২ দিন আম্মা সারাটা দিন একা একা কাটাচ্ছে বাসায়। খুব খারাপ লাগছে আম্মার জন্য।

মাঝে মাঝে ফোন করি আম্মাকে অফিসে থাকাকালীন সময়। ভাবতেছি এখন থেকে আরও বেশি ফোন করবো। আম্মা একা একা সারাটা দিন কিভাবে পার করতেসে এটাই ভাবতেছি। আল্লাহ, আমার আম্মাকে আপনি শান্তিতে রাখেন। আমীন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।