সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে
১
এই শহরে আজো আছে ঘৃণার হলুদ,
আমি মাতাল, লালের নেশায় বুদ।
২
মেয়ে তোকে মুক্ত করে দিলাম,
ফিরে এলে বুঝবো, আমি তোর ছিলাম।
৩
সাঁতার দিতে পারি তোর চোখের ইশারায়,
ক্লান্ত সুখের দিনগুলি এখনো
আমার দরোজায় এসে হাত বাড়ায়।
বলে, "আয়, তোকে আবার দেবো স্বপ্ন-রানি",
আমি জানি, এইসব মিথ্যে আশার বাণি।
তবু কেন যে রক্তাক্ত দুই পা উঠে দাড়াতে চায়,
মানুষ সত্যি বেঁচে থাকে মিথ্যে আশায় আশায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।