আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন ৪

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

১/নদীর ছায়া কেউ দেখেনি, রাতেরও ছায়া নেই আমি শূন্যতার ছায়া দেখি, নিজ হাতের তালুতেই। ২/তোমাদের এই নগরে একদিন বাঁশি বেজেছিলো কেউ শুনোনি, অদৃশ্যে চোখের পাতায় শ্রাবণ ঝরে গেছে তুমি গুনোনি। ৩/রাতের বুকে লক্ষ তাঁরা জ্বলে কার বুকে জ্বলছো তুমি একা? দুজনের মধ্যখানে বিষাদ আকেঁ- সীমান্ত রেখা। ৪/বিষাদ ছুঁয়ে গেলে থাকেনা মনের ঘর, নিজের কাছে অপিরিচিত নিজের কন্ঠস্বর। ৫/হাতের মায়া এড়িয়ে যাওয়া কঠিন, তোমার আঙ্গুলে আমার আজন্ম ঋন। ৬/বদলে যাওয়া কঠিন কিছু নয় বদলে যায় হাতের রেখাগুলোও। আমি ঠিক বদলে যাবো জেনো, তোমার পথে আর হবো না ধূলো। ৭/এসো কান্নাৎসোব করি দল বেধে কাঁদি, তোমাকে গ্রহন করে আমি অপরাধি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।