আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন



শব্দটি মাত্র চারটি অক্ষরের সমন্বয়। যার শক্তি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে আছে। যাকে কেন্দ্র করে পরিচালিত হয় অর্থনীতি সহ সকল কার্যক্রম। ঐ শব্দটির যাদুর কাঠি যার হাতে থাকে সেইতো আজ শাহেন শান। এর পিছনে ছুটতে ছুটতে কেউ কেউ আজ বিরাট অট্রালিকা সহ কোটি কোটি টাকার মালিক।

অনেকে হয়ত শব্দটি কি হতে পারে তা বুঝতে পেরেছেন। শব্দটি হল "রাজনীতি"। রাজনীতি কোন পচা আবর্জনা নয় যে আমরা একে ঘৃনা করব। আসুন আমরা একে শ্রদ্ধা করি। এর পিছনে ছুটতে ছুটতে সামনে এগিয়ে যাই।

রাজনীতি শব্দটির শক্তি এতটাই তীব্র যে ছোট থেকে বড় যে কেউ এই পরিচয়ে পরিচিত হতে চাই। বিচারের আসরেও বিবেচিত হয় দলের সম্পৃক্ততার বিষয়টি। রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীরা আজ চাঁদাবাজি, মাস্তানি, হল দখল, সীট বাণিজ্য ইত্যাদি কাজ করে যাচ্ছে বীরদর্পে। এরা আবার কি করে সার্টিফিকেট অর্জন করছে? রাজনীতি করে বলে তাদের কাছে আজ সবাই বন্দী। বই খুলে পরীক্ষা দিলেও তাদের বাঁধা দেওয়ার মত কেউ নেই।

রাজনীতি করলে টেন্ডারবাজি, সীট বাণিজ্য ইত্যাদি কাজ করে ছাত্র জীবনে কোটিপতি হওয়া যায়। চাকুরী করে কি হবে। একজন শিক্ষার্থী মাসে লাখ টাকা পর্যন্ত উপার্জন করে। যারা এখনও রাজনীতিতে প্রবেশ করেননি তারা ভুল করে বসে আছেন কিনা তা একটু ভেবে দেখেন। কিছু মানুষ যদি রাজনীতিকে খারাপ বলে হাউমাউ রপে বিলাপও দেয় তবে এইটুকু খারাপ হতে দোষের কি? তাই আসুন আমরা না হয় একটু খারপাই হই।

গনতন্ত্র মানুষের মঙ্গলের জন্যেই দেশে দেশে বিরাজমান। তবে এই গনতন্ত্রের একটা খারাপ দিক হল- শতভাগের মধ্যে খারাপ কাজের প্রতি যদি ৫১ভাগ মানুষের সমর্থন থাকে তবে খারাপটাই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেয় গনতন্ত্র। কারণ এই ক্ষেত্রে গনতান্ত্রিক নিয়মে বাকি ৪৯ভাগের কোন মূল্য থাকে না। আর যে কারনে শিক্ষার্থী সমাজ আজ একজোট হয়ে যে কোন খারাপ কাজ করে যাচ্ছে। তারা বুঝতেও চেষ্টা করে না যে এটা খারাপ, এটা করা ঠিক হচ্ছে না।

একের পর এক দূর্ঘটনা ঘটার পরও এদের লাগাম কেউ টেনে ধরতে পারছে না। এমনকি প্রত্রিকায় অনেক লেখালেখির পরও এদের কিছুই হচ্ছে না। সর্বশেষ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়। কবে থেকে এই সব অনাকাঙ্খিত ঘটনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়া বন্ধ হবে? ভবিষ্যত প্রশ্নে আমরা কোথায় তলিয়ে যাচ্ছি তা চিন্তা করে সমাধান করা উচিত। "মেধার চর্চা ও মূল্যায়ন যেখানে নেই সেই জাতি বা সমাজ বেশি দিন সুশৃঙ্খলভাবে টিকে থাকতে পারে না"।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।