শিয়াদের অন্যতম মৌলিক আকিদা হচ্ছে রাজ আ আকিদা যার আলকে মুসলিম শাসক দের বিচার ফয়সালা করা হবে। এই আকিদায় বিশ্বাসী ছিল তাদের আলেম ' আমালি আল মুরতাযা' নামক গ্রন্থের লেখক সাইয়েদ আল মুরতাযা। শিয়াদের আলোচিত এই আলেম আল মুরতাযা তাঁর ' আল মাসায়েলুন নাসেরিয়া ' কিতাবে বলেন ঃ নিশ্চয়ই মাহদি(তাদের দ্বাদশ ইমাম) তাঁর সময়ে আবু বকর ও উমর কে গাছে ঝুলিয়ে ফাঁসি দিবেন। তাদের ফাঁসি দেয়ার আগে গাছ টি সতেজ থাকবে কিন্তু ফাঁসি দেয়ার পর সেটি মরে যাবে। এর চে জঘন্ন আকিদা বিশ্বাস কি হতে পারে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।