১৪৭৪ খ্রিষ্টাব্দে বারবক শাহের আদেশে প্রাণদণ্ডে দণ্ডিত শেখ ইসমাঈল গাজী এ আমলে লোকের গভীর শ্রদ্ধা লাভ করেন। মুসলিম সুফী ও দরবেশরা ছিলেন জনগণের অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তারা ইসলামি মরমিবাদের সঙ্গে যোগী ও তান্ত্রিক দর্শনের সমন্বয় ঘটিয়েছিলেন। লিপিসাক্ষ্য ও সাহিত্য থেকে এ আমলে শিয়া মতবাদের প্রভাবের ইঙ্গিত পাওয়া যায়। পারস্যোপসাগর ও ইরাকের সঙ্গে বাংলার সমুদ্রপথে প্রত্যক্ষ যোগাযোগ ছিল। ষোড়শ শতাব্দীর প্রথম দিকে বারবোসা বাংলায় বেশ কিছু সংখ্যক পারস্যদেশীয় (ইরানি) বণিক দেখতে পান। ইরানের সাফাভি বংশীয়দের শাসনামলে সামাজিক-রাজনৈতিক নিরাপত্তাহীনতার কারণে বিপুল সংখ্যক পারস্যবাসীর (ইরানিদের) অভিবাসনের ফলে সপ্তদশ শতাব্দীতে বাংলায় শিয়া মতবাদের বিকাশ ত্বরান্বিত হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।