Student : B.Sc in EEE ইরাকের সুন্নি ওলামা পরিষদ, বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী দল কর্তৃক ইরাকের শিয়া সম্প্রদায়ের উপর হুমকি দানের তীব্র নিন্দা জানিয়েছেন। আলেমগণ কর্তৃক প্রদত্ত বার্তায় বলা হয়েছে : যখন ইরাক সংকটের মুখে এবং মধ্যপ্রাচ্য বিভিন্ন বিপ্লব ও পরিবর্তনের জ্বরে কাঁপছে তখন কিছু কিছু সশস্ত্র সন্ত্রাসী দল ইরাকের অভ্যন্তর ও বাইরে হতে এদেশের শিয়াদেরকে বিভিন্ন বাহানায় হুমকি প্রদান করে চলেছে। ইরাকের সুন্নি আলেমগণ শিয়াদের বিরুদ্ধে সকল প্রকার সহিংসতাকে হারাম ঘোষণা করে বলেছেন : সুন্নি মাযহাবের আলেমগণ পূনরায় সহিংসতা ও ফেতনা সৃষ্টিকারী শ্লোগানের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করে ইরাকের শিয়াদের রক্তপাতকে হারাম ঘোষণা করছেন। ইরাকের সুন্নি ওলামা পরিষদ আরো জানিয়েছে যে, সহিংসতার মোকাবেলা করার সংস্কৃতি ইরাকে প্রতিষ্ঠিত করতে হবে। এক্ষেত্রে সামাজিক ও সরকারী সংস্থা ও কেন্দ্রসমূহের উচিত এ বিষয়ে পরস্পরের সহযোগিতা করা যাতে ইরাকের সন্তানরা সাম্প্রদায়িক ফেতনার ফাঁদে না পড়ে। এ পরিষদ আরো জানিয়েছে : দেশের জাতীয় ও ইসলামি ঐক্য অধিক দৃঢ় করার লক্ষ্যে ইরাকের সন্তানদের উচিত বিভিন্ন ধর্ম, গোত্র ও মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও শান্তিপূর্ণ সহাবস্থান করা এবং পরস্পরের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা। বলাবাহুল্য, আলকায়েদা সন্ত্রাসী চক্র একটি অডিও বার্তায় ইরাক সরকারকে সাফাভী এবং ইরানি আখ্যায়িত করে নিজেদের অপরাধকর্ম অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেছে। ঐ বার্তায় বলা হয়েছে যে, যারা মনে করে দখলদ্বাররা ইরাক ত্যাগ করেছে এবং ইরাকে সশস্ত্র তত্পরতার জন্য তাদের ফিরে আসার কোন কারণ নেই, তারা চরম ভুল করছে এবং প্রকৃত যুদ্ধের সময় এখন এসেছে পৌঁছেছে। উৎসঃআহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।