আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতির রাজা রানী

রাজনীতির রাজা হারিয়ে গেছে সেই কবে; রানী শাসন করছে রাজনীতিকে । রানীর নীতিতে নো-কম্প্রমাইস । রাজত্ব আজ রানীর রুপ-লাবণ্য, মেধা-মনন নানাবিধ প্রশংশায় মত্ত চাটুকারে পরিপূর্ণ। রাজ্যে উচ্চস্বরে হাসতে মানা; আর যদিও কেউ হাসি দেয় তবে তাকে অবশ্যই রুমাল ব্যাবহার করতে হবে, রানীর কঠোর নিয়ম । রাজা গত হয়েছে সেই কবে ।

তাই রাজ্যের সব প্রজারা অপেক্ষায় নতুন রাজার । আসবে সে ঘোড়ার পিঠে চেপে । রাজ্যের সব কষ্ট যাবে দূর হয়ে । বিষয়টা কি আসলেই সেই রকম !!! রাজ্যের প্রতিটা পরতে পরতে আজ ঘুণপোকার বাসা বেধেছে । জঞ্জাল আর জঙ্গলে লেপটে আছে রাজ্যের চারিপাশ ।

দরকার একটা ভ্যাকুয়াম ক্লিনারের , মাইক্রো লেভেলের আগাছা দূর করতে হবে । দরকার রাজনীতিতে আজ সেই রাজার যার দৃষ্টি সীমা মাইক্রো লেভেল পর্যন্ত পৌঁছাবে । রাজা -রানী সুখে বসবাস করবে আর রাজ্যের প্রজারা সব এক সাথে গাইবে " আমার সোনা বাংলা আমি তোমায় ভালবাসি" , ভালবাসি , ভালবাসি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.