প্রথমেই বলে নেই আমি রাজনীতি করি না, বিশেষ কোন দলকে সাপোর্ট-ো করি না, তবে হ্যাঁ , ভাল-মন্দ নিয়ে আলেচনা-সমালোচনা করতে তো বাঁধা নেই। আমরা কোন ভাল কাজ অথবা মন্দ কাজ যে দলেরই হোক না কেন এই নিয়ে যখন কথা বলি তখন অনেকে বলে আমরা হয়তো কোন দলের পক্ষে বলছি।অনেকে তখন তাচ্ছিল্লের সংঙ্গে বলে না ভাই, আমাদের রাজনীতি-টাজনীতি নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, আমাদের দরকার পেটনীতি।কিন্তু আমি এখানে বলব না; দরকার আছে কারন এর সঙ্গেই জড়িয়ে আছে আমাদের পেটনীতি।
আজকে ভোলা-৩ এ উপনির্বাচন হলো, এখানে একজন হারবে আর একজন জিতবে এটাই স্বাভাবিক। সারা দেশের নির্বাচন নিয়ে ইসি-কে যতটা না মাথা ঘামাতে হয়েছে তার চেয়ে বেশি হযেছে এখানে। কারন এই নির্বাচন ২ টি দলের জন্যেই গুরুত্বপূর্ন। কেননা বিএনপি'র এখানে হারানোর কিছু নেই কিন্তু পাবার আছে অনেক কিছু। অন্যদিকে আ.লীগ এর জন্য এটা বিশেষ গুরুত্ব পূর্ন এই জন্য যে, জেতাটা দরকার, না জিততে পারলে বিরোধী পক্ষ এর বেনিফিট নেবার চেষ্টা করবে এক্কেবারে ক্ষমতার শেঘ দিন পর্যন্ত !
এটা নিয়েই চলছে নাটক.....আমরা অপেক্ষায় আছি শেষ অংশ দেখার জন্য...........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।