.দল মত নির্বিশেষে সকল রাজাকারের ফাঁসি চাই । দাবি শুধু একটাই সব রাজাকারের ফাঁসি । তোমার মত করে অকপটে তোমাকে অস্বীকার করতে পারি না । তোমার মত; তোমাকে- অবহেলা করতে পারিনা । আজো তোমার কন্ঠস্বরে অবগাহিত হয়, আজো আমার ঘুম ভাঙে আরক্ত প্রভাতে । আজো তোমার সোনালী চোখ ! বাদামী চুল ! গোলাপী ঠোটে মাতি আমি । আজো তোমার মেয়েলি হাতে, হাত রাখার চরম আসক্তি আমার । আজো তোমাকে দেবতা করে তোমার পায়ের কাছে সশ্রদ্ব আশ্রয় কামনা করি, আজো তোমাকে এত্ত এত্ত অনুভব করি । শুধু বারংবার ফিরিয়ে দাও আমায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।