একঃ
একটা খুনি একদিন একটা বাড়িতে ঢুকে খুন করা শুরু করল, একজন একজন করে জবাই করল, বাসার মেয়েদের পশুর মত অত্যাচার করল, তারপর সবাইকে পুড়িয়ে মারল। শুধু বাসার ছোট ছেলেটা আলমারির ভেতর লুকিয়ে ছিল বলে বেচে গেল, ছোট একটা ছিদ্র দিয়ে সে দেখল সবকিছু, তার বাবাকে জবাই দেয়া হল, তার মাকে, ভাইকে, মাত্র কিছুক্ষন গল্প শোনানো তার প্রিয় আপুকে, তারপর সবার গায়ে কেরসিন ঢেলে আগুন দেয়া হল। সব হারিয়ে বেচে থাকলো ছোট্ট ছেলেটি।
দুইঃ
অনেক বছর পর...
ছোট ছেলেটি অনেক বড় হয়েছে, অনেক শিক্ষিত হয়েছে।
খুনি লোকটির একটি ছেলে ছিল সেও অনেক বড় হয়েছে।
খুনি ছেলের খুব ভালো খেলতে শিখেছে, অনেক নাম হয়েছে তার।
খুনির ছেলে খুব ভালো খেলে বলে সব হারানো ছেলেটির অনেক প্রতিবেশী, আত্মীয় খুনি ছেলে ও তার দলকে সমর্থন করে।
একদিন তাদের জিজ্ঞেস করা হল ওই খুনির ছেলে বা তার দলকে কেন সমর্থন কর?
সেই বিদ্বান মানুষদের উত্তরগুলো ছিল এই রকম -
১) খেলাতো খেলাই
২) খেলার ভেতর ইতিহাস টেনে আনার কি আছে?
৩) আমি ওর বাপকে ঘৃণা করি ওকে না
৪) যা হবার তা তো হয়েই গেছে, পুরোনো কথা মনে করে শত্রুতা বাড়িয়ে কি লাভ?
৫) খুনতো আরো অনেকে করছে, কই তাদেরতো আরো অনেকেই সমর্থন করে, তাদের সমর্থন যদি দোষ না হয়, তবে ওকে সমর্থন করলে দোষ কোথায়?
৬) পাপকে ঘৃণা কর, পাপীকে না
৭) আরে ভাই, আমার দাদারে যে মারছিল ওরে সাপোর্ট করলে দোষ নাই, খালি ওরে সাপোর্ট করলেই দোষ?
৮) আমি পড়াশোনা করছি কি সারা জীবন মানুষকে ঘৃণা করার জন্য?
৯) আমার বাপরে তো খুন করে নাই, আমার সাপোর্ট করতে দোষ কি?
যাদের এই লেখা পড়ে বিরক্তি ধরেছে তাদের জন্য প্রশ্ন ওই ছেলেটি যদি আপনি হতেন???
আমাকে উত্তর দেয়ার প্রয়োজন নাই, নিজেকে উত্তর দিন, নিজের বিবেকের কাছে অন্তত একবার উত্তর দিন, মানুষ মানুষকে মিথ্যে বলতে পারে, কিন্তু মানুষ নিজে নিজেকে কখনো মিথ্যে বলতে পারে না।
অন্ধের মত কিছু বিশ্বাস না করে অন্তত একবার ভাবুন, একবার নিজেকে প্রশ্ন করার সাহস করুন।
যদি অন্তত একজন নিজে নিজের কাছে সত্যি উত্তরটা স্বীকার করতে পারেন তাহলে আমার এই কষ্টটুকু স্বার্থক মনে করব।
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।