কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
আমাদের মুসলমানদের জন্য ঈদ যেমন একটা আনন্দের উৎসব। তেমনি খ্রিষ্টানদের জণ্য বড়দিন। এটা সবাই জানি। তবে তিন বছর যাবতৎ ইউরোপের একটি মৈালবাদি খ্রিষ্টান দেশে বাসকরছি জীবিকার প্রয়োজনে। এখানে ঈদের আমেজ গায়ে লাগেনা।
তিন বছরে মাত্র একবার ঈদের নামায পড়তে পেরেছি। বাকি পাঁচটা ঈদ কাজের মধ্যেই কেটে গেছে টেরও পাইনি। শুধু কাজ থেকে ফিরে দেশে ফোন করে কথা বলেছি।
এবার বড়দিনের কথা বলি। এখানে বলে নাতাল।
নাতাল উপলক্ষ্যে তিন সপ্তাহের ছুটি পেয়েছি। সাথে বিশাল বোনাস। যা কিনা আমার চার মাসের বেতনের সমান। এছাড়াও কলিগ দের কাছ থেকে বেশ কিছু উপহার। যদিও আমাকেও কিছু দিতে হয়েছে।
গত দুই ঈদে মাত্র একটা মেসেস পেয়েছি । তাও এখানকার এক বন্ধুর(ব্লগে পরিচয়) কাছ থেকে। আর আজকে পেলাম প্রায় নয়টা মেসেস। দুই কলিগের বাসার থেকে ঘুরে আসলাম । দূরে যাওয়ার প্লান ছিল কিন্তু আব হাওয়া অনেক খারাপ তাই আজ আর বের হবো না।
ওদের আনন্দ যেন আমাকে আনন্দিত হবার সুযোগ এনে ছিয়েছে।
আর দিনের শুরুর কথা বলি। ঘুম থেকে উঠে পিসিটা অন করলাম। একটু পরেই উইন্ডোজ থেকে সতর্ক বাণী এই মর্মে আমার কপ্মিউটার উচ্চ মাত্রার ঝুকির মধ্যে আছে। এবং সেটা ইংরেজীতে যদিও আমার কম্পিউটার ইংরেজী ভার্শন নয়।
মেসেস টার উপর ক্লিক করতেই পিসি রিস্টার্ট হলো। আর শুরু হলো আমার যন্ত্রনা। একটার পর একটা অফশন অকেজো হতে শুরু করল। ইসেট কিংবা মেলওয়ার কোনটাই কাজ করতে ছিলো না। বার বার শুধু মেসেস দিচ্ছে ভারাইস টা আপনার পিসি অমুক হচ্ছে তমুক হচ্ছে।
যেহেতু টেকি পারশন না তাই খুব ভয়ে ছিলাম। ফাইল ব্যাকাপ নিতে গিয়ে দেখি অনেক ফাইলও ওপেন হচ্ছে না। মাথাও কাজ করছিলনা ঠিক মতো। পেনড্রাইভে ৪ গিগা ছবির ব্যাকাপ নিয়ে নতুন করে ভিস্তা সেটাপ দিলাম । আর নানা সফটওয়্যার নতুন করে ইনস্টল আর বন্ধুদের সময় দিয়ে নাতালের দিন চলে যাচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।