আমি যা সঠিক মনে করি অন্য কেউ সেটা ভূল মনে করাটা তার অপরাধ না ।
গতকালের থতোমতো রাতে বারান্দায় একবিংশ শতাব্দী চকিত
নেমে আসলে চাঁদ ও তারাকে ভস্ম মনে করে
নিজের শরীরে বুলিয়েছি হাত।
পদার্থের অণুর মতো স্পর্শের
ক্ষুদ্রতম একক ঘ্রাণ!
সহসা পড়ে সেইসব ভাষার তাঁত,
শুক্রাণুর মতো মানুষেরা আর বিধিবদ্ধ রেললাইনের ছিপার
সমীপে জেগে থাকা উপযোগবাদ!
তুমি নির্মাণে আসো হে বাঙলাদেশ
আমার মাতগর্ভ স্বাধীন হয়ে গেছে।
এখন বর্ণমালা শিখে মুক্তশব্দের
ট্রেন বানিয়ে দিতে পারি: বদ্বীপের এপাশ-ওপাশ।
দেখো, সব নদী মানুষের কণ্ঠস্বর শুনে এঁকেবেঁকে এসেছে
বরাবরই মানুষের অনুভূতির নদগুলোর পাশাপাশি থাকার জন্য!
যদি এভাবে একটি বাঙলাদেশের কথা বলতে বলতে ঝরে যাই
উচ্ছেফুলের ডানায় যেমন জাতিস্মর রোদ মরে আসে।
বিদ্যুতের তারে অই কোকিল কিংবা কাক থেকে থেকে
বলে যাবে ঋতু পরিবর্তনের কথা আর কিশোরী শহরের
জীবনবৃত্তান্ত। যদি-ও তারা অনেক কিছু জানে- বাস্তুবিদ্যা,
পাখিসমাজ, উড্ডয়নের নামতা, মৌলিক ব্যবচ্ছেদ প্রভৃতি।
তবু-ও ওরা একটি বাঙলাদেশ মানে কী
তা জানবে না! মানুষের চে’ আরো অধিক মানবিক
অথবা মানুষের চে’ নিচুকর যা পার্থক্যের
পরিচায়ক- মূলত নিজের মতো করে একেকটি
বাঙলাদেশের কথা বলতে পারা।
কবি: আশরাফ মাহমুদ
ঢেউ.নেট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।