বন্ধুত্বের আহবান... ছোট বেলায় হয়ত সবারই একটা সুপ্ত ইচ্ছা থাকে আকাশে ওড়ার। আমারও ছিল। কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় তার আর হয়ে ওঠেনি। সময়ের পরিক্রমায় আমি আজ আমি একজন নিরহ ব্যাংকার। তবে আমি আমার এই নিরামিষ ও একঘেয়েমি কাজে বাধা থাকতে রাজি নই।
অন্যদিকে আমার সেই পুরানো স্বপ্নটি কিন্তু এখনও মারা যায়নি। আমার বিশ্বাস এখনও সময় আছে।
মনে পড়ছে না কিন্তু কোন এক সময় প্রথম আলো পত্রিকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বানিজ্যিক বিমান চালনা প্রশিক্ষণ সম্পর্কে একটি রিপোর্ট পড়েছিলাম। কিন্তু সেই সময় বিষয়টি তেমন গুরুত্ব দেইনি। কিন্তু আজ বহুদিন পর মনে হচ্ছে যে সেই রিপোর্টটি সংগ্রহে না রেখে ভীষন ভুল করেছি।
তো যাই হোক, আমি পদার্থবিদ্যায় একজন সম্মান ডিগ্রীধারী। শুনেছি এই বিষয় নিয়ে পড়ালেখা করলে নাকি যেকোন পেশায় বিশেষত বিমান চালক হওয়া যায়। তাই আমি এই ব্লগের সদস্যদের কাছে জানতে চাচ্ছি আপনারা কেউ কি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই কোর্সটি বা এসম্পর্কে কিছু জানেন? যদি জেনে থাকেন তাহলে আওয়াজ দেবেন কিন্তু।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।