সত্য বলার সাহস, কিন্তু তা হজম করার সাহস ক্য় জনের আছে তা জানি না .।
কিছু লিখতে চাওয়া মানেই অনেক কিছু লিখে ফেলা নয়। মনের ভেতর তো অনেক কিছুই আসতে পারে, কিন্তু সেগুলোকে গুছিয়ে সভ্যভাবে প্রকাশ করাই একজন ব্লগারের কাজ। ইদানিং প্রভা-রাজীব ইস্যু বা পূর্বের আস্তিক নাস্তিক ইস্যুতে এবং সবসময় রাজনৈতিক ইস্যুতে ব্লগে যেভাবে নোংরা কথার ফুলঝুরি দেখা গেছে, তাতে ব্লগের সৃষ্টির উদ্যেশ্য অনেকটাই ম্লান হয়ে গেছে। ব্লগটাকে ভাই নিজের ডায়েরি মনে করে নেন, আপত্তি নেই, কিন্তু এই ডায়েরিখানা যে আপনার সাথে বাস করা লোকগুলো পড়ছে, সেইদিকে একটু খেয়াল রাখেন।
একটা পোস্ট আসার পর, লেখাটা পড়ুন, ভালো লাগলে ভালো লাগা রেখে যান, আর যদি মনে করেন যে এতে আপনার বা অন্য ব্লগারের কোনো উপকার হচ্ছে না, তবে একটা মাইনাস রেখে যান, সাথে কিছু কথা বলে যান যে, লেখাটি কেনো ভালো লাগেনি। কি কি দূর্বলতা আছে এতে, আর কি কি জিনিস যোগ করলে লেখাটা আরো ভালো হতো।
যদি দেখেন, কেউ অযথা কচলাচ্ছে, তবে এক পক্ষের চুপ থাকাই শ্রেয়।
আসেন না, মুক্ত আলোচনা করি, মুক্ত ভাবে, কিছু মুক্ত চিন্তার পক্ষে।
ভালো থাকুন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।