আমাদের কথা খুঁজে নিন

   

আইপিএল পাগলদের পাগলা দারদে

মোঃ রাইসুল করিম রিয়াদ কিছু পরিচিতদের আইপিএল প্রীতি দেখছি । যাদের বিপিএল এর সময় টিভি এর সামনেও দেখিনি বা বাংলাদেশের খেলার সময় শুধু স্কোর দেখার জন্য টিভির রিমোট টিপে আজ তাদের দেখছি আইপিএল এর খেলা দেখতে ঘন্টার পর ঘন্টা টিভি এর সামনে , কোন দল কত করবে তা নিয়ে হইচই । ভাই আপনাদের বলছি, যে দেশে আমাদের বিপিএল দেখায় না , আমি সে দেশের আইপিএলও দেখি না । হতে পারে তা জৌলুস এ ভরপুর, ক্রিকেটীয় আনন্দে ঠাসা, তবুও নয় । ভাববেন আমি বোকা, খেলা বুঝি না, সর্বপরি পাগল তবুও আপত্বি নেই । কারণ সবার আগে আমার পরিচয় “আমি বাংলাদেশ ক্রিকেটের পাগলা সমর্থক” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।