আমাদের কথা খুঁজে নিন

   

আইপিএল থেকে কি পেল টিম "ইন্ডিয়া" ???

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

আইপিএল ক্রিকেট বিশ্ব'কে একেবারে চেন্জ করে দিয়েছে। ঝগড়ার সৃষ্টির খোরাক এনে দিয়েছে বিভিন্ন দেশের খেলোয়ার ও বোর্ডের মধ্যে। বুড়ো খেলোয়ারদেরও জোয়ান করে মাঠে নামিয়ে ছেরেছে ললিত মোদির আইপিএল। টাকার গন্ধ যে মদের নেশাকেও হার মানায় সেটা প্রমান করে দিয়েছে এই আইপিএল।

সারা বিশ্বের মেগা মেগা খেলোয়ারদের ননির পুতুল করে কাচেঁর ভিতর সাজিয়ে রেখেছে, যেমনটা রাখা হয় বিভিন্ন টুর্নামেন্টের ট্রফিকে। আর ইন্ডিয়াকে এনে দিয়েছে অহংকার। আর সেই অহংকারে পুড়ে পুড়ে ছাই হতে চলছে, তাদের অতীত সাফল্য। তাই এবার প্রশ্ন রাখতে চাই, 'আইপিএল কি, ইন্ডিয়ার জন্যে আশির্বাদ না কি অভিশাপ'?? কেন এমন কথা বলছি? কারণ সদ্য শেষ হওয়া আইপিএল কি ধরনের সুযোগ সুবিধা না দিয়েছে টিম ইন্ডিয়াকে। ইন্ডিয়ার খেলুয়ারদেরকে? তার পরও কেন টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যেত পারল না ধনির ভারত।

আসলে আমার যা মনে হয়, টিম ইন্ডিয়ার খেলুয়ার মহোদয়গন নিজেদেরকে অহন্কারি বানিয়ে ফেলেছেন। তাদের নিকট জাতীয় দলের হয়ে খেলা শুধু মাত্র লোক দেখানোই উদ্দেশ্য। এ থেকে মুক্তি পেতে পারলেই যেন বাচেঁ, আইপিএল হোস্ট হিরুরা। আর তাইত মনে হচ্ছে- এই রুগ থেকে বেরিয়ে আসতে অনেক কাঠ পুরাতে হবে ইন্ডিয়ার জনগনের ও ক্রিকেট বোর্ডের।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।