www.runews.weebly.com
এতদিন ধরে আইপিএল চলছে, অথচ সেখানে বাংলাদেশের ২ খেলোয়াড়কে খেলানো হয় নি। এতদিন তো টেলিভিশনের পর্দাতেও দেখানো হয় নি আশরাফুল, মাশরাফিকে। গতকাল কোলকাতার হারের পর প্রথম সেটম্যাক্স সাইডলাইনে বসে থাকা মাশরাফিকে দেখালো। পরে মুম্বাই এর খেলার সময় দেখা গেল আশরাফুলকেও। আজকের আনন্দবাজার পত্রিকার নিউজে মাশরাফিকে না খেলানোর ব্যাপারে দুটো বাক্য লেখা হয়েছে।
ডেড অর এ্যালাইভ ছবিটার কথা মনে পড়ে গেল। আইপিএল এধরণের কাজই করছে না তো গোটা বিশ্বের ক্রিকেটারদের সাথে! একটা ঘরোয়া লীগ নিয়ে ভারতীয় মিডিয়া আর ব্যবসায়িদের বাণিজ্য বেশ রমরমা। আর সেখানে অনেক নামিদামী খেলোয়াড়কে সাইডলাইনে বসিয়ে রেখে রদ্দি মার্কা ভারতীয় খেলোয়াড়কে দিয়ে ম্যাচ খেলানো হচ্ছে। এতে ভারতীয় ক্রিকেটারদের লাভ হলেও অন্যদের কিছু হচ্ছে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ হয়।
ডেড অর এ্যালাইভে ভিলেন যেভাবে সেরা যোদ্ধাদের শক্তি, কৌশল শুষে নিয়েছে, টাকার লোভে ভারতীয় ক্রিকেট বোর্ড একই কাজ করছে।
কেবল পদ্ধতিটা একটু আলাদা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।