আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার'স বিকেম জোকার'স ২

যযতই জানিবে ততই অবাক হইবে.. সামু অনেক প্রশ্ন বিদ্ধ প্লাটফর্ম ...এখানে বছরের পর বছর নাস্তিকেরা ব্লগ লিখে তরিৎ কিছু মন্তব্য কুড়িয়ে যাচ্ছেন , বিভিন্ন সব নিক নিয়ে তারা বিভিন্ন সময় হানা দেন। সেসব লেখা এডমিন কখনো ব্যান করার প্রয়োজন বোধ করেন নি। কারন এতে তাদের কনো লাভ নেই বরং লোকসান আছে। আজ দেশের পরিস্হিতিকে ঘোলাটে করার পেছনে তারা সমান ভাবে দায়ী । পরস্পর উষ্কানি মূলক ব্লগ এখানে সব চেয়ে বেশি সমাদৃত ।

আর আমার মত মানুষ তাদের নিয়ে কথা বলে বলে গালাগালি এবং ব্যান খেয়ে থাকেন। এই ব্যাপার গুলো আরও আগ থেকে খেয়াল রাখা উচিত ছিলো। আমি একটি অজো পাড়া গাঁ থেকে এখন লিখছি। গত পড়শু এখানের এক স্কুলের প্রধান শিক্ষক ক্লাস ফাইভের ছাত্র/ছাত্রিদের ব্লগার কথাটির অর্থ বোঝাতে সহজ ভাষায় নাস্তিক বলে শুরু করেছিলেন। আজ আমরা যারা ছোটখাট মত প্রকাশ করার চেষ্টা করি তাদেরকে ব্লগার বা নাস্তিক বলা হচ্ছে ।

ব্যাপারটা ভেবে দেখুন একবার । আর আপনি ডাক দিচ্ছেন একত্রিত হওয়ার । আগের বেশ কিছু লেখায় আমি বার বার বলেছি আপনারা দায়িত্বের সাথে নিজেদের লেখা পোষ্ট করুন । আমরা স্বধীন দেশেই বাস করছি। উগ্রবাদি মৌলবাদি ছাগু রাজাকার বলে একদিকে আপনারা যেমন সকল ধর্মপ্রান মানুষ কে এক কাতারে দাড় করিয়েছেন তারা-ও তেমনি ব্লগার মানেই নাস্তিক প্রমানে ব্যস্ত।

আপনাদের শাহবাগ কর্মকান্ডের উপর কোনো সুষ্ঠ পরিকল্পনা ছিলো না, ঠিক যেমনটা এই সামুতেও আমরা দেখি । এখন-ও একই ভাবে যুদ্ধে যাওয়ার কথা বলছেন নাকি পুলিশ প্রটেকশনে আবার ডেটিং প্লেসে যাওয়ার পায়তারা করছেন ?? এটা অনেকেই আপনদের মুখের উপর এখন বলবে । এমনকি খেয়াল করুন আজকের ফ্রন্ট পেজটি****"ব্লগারদেরও ঐক্যবদ্ধ হয়ে পাল্টা প্রতিরোধে নামা জরুরী"*** এই পোষ্টের আবিষ্কারকের জন্ম হয়েছে কিছুদিন আগে। আন্দোলনে ডাক ছেড়ে নিজের পরিচয় ঘুরিয়ে ব্যবহার করছেন । হায়রে আমার আন্দোলনকারি ।

যেখানে চেইন অফ কমান্ড নেই সেখানে আন্দোলনের ডাক দেয়া মূর্খতা বলেই আমি মনে করি । তাই নিজের খেয়ে আর বনের মোষ তাড়াচ্ছি না । ধর্ম রাজনীতি গুলিয়ে মানুষ আর মারছি না । কী-বোর্ড কেও ক্ষ্যামা দেন এবারের মত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.