আমাদের কথা খুঁজে নিন

   

শুক্রবার - ব্লগারস ডে!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

জায়গা ঠিক করেছি। ট্রেনে যেতে হবে। ঘন্টা দুই ট্রেনে থাকতে হবে। তারপরে নেমে হৈচৈ। শরৎ রাজী, বাকীও রাজী।

সৃজনের খবর এখনও জানি না। আমাদের শুভর বাড়ী যাবো। শুভ না থাকলেও তার বাড়ী ঘুরে আসবো। ইচ্ছুকরা শুক্রবার ফ্রি রাখতে পারেন। যার যার খরচ তার তার।

দুপুরে খাবারের দায়িত্বও তারতার। ছবি তোলার দায়িত্বও তার তার। কেবল সৃজনের বান্ধবী খোজার দায়িত্ব সবার। শুভকে জানাইনি। সেজন্য শুভর বাড়ী যাওয়া মিস হবে না এবার, ঝড়, বৃষ্টি হোক না বন্যা, এবার শুভর বাড়ী যাবই!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।