আমার দেশ আমার গর্ব আমার অহংকার....... দিন রাত্রি বছর গড়িয়ে আবার নতুনে রাখি চরণ হই হুল্লোড় আনন্দে হয়ে মাতোয়ারা নববর্ষকে করি যে বরণ । শপিং মল মার্কেটে হই হই রই রই সাদা লাল পোশাকের ভীড়ে আমার লাল শাড়ী কই? তা-সীন+তা-মীম পড়বে সাদা লাল ফতোয়া আনন্দেতে আত্মহারা লেগেছে যে নতুনের হাওয়া । জয় করেছে ভয়কে তারা ভুলেছে যে বোশেখী তুফান ঝড় উল্লাসে আর হইচই করে সীন+মীম ভরিয়ে দিবে আনন্দে বাড়ি ঘর । টাক ডুমা ডুম টাক ডুমা ডুম হেথায় সেথায় বাজছে প্রাণের ঢোল লালপাড় সাদা শাড়ীতে সেজেছে ললনা রংবেরঙের ফুল দিয়ে সাজিয়েছে চুল । বোশেখের পহেলা দিনের বিহান বেলায় পান্তা ভাত আর ইলিশ ভাজা যে পেরেছে খেতে আজ এই দিনে সেই তো হতে পেরেছে রাজা । চিন্তা করতে করেছে বারণ আমাদের ভাই সাইদুল ইলিশ ধরতে পদ্মায় গেছে পার্সেলে পাঠাবে ইলিশ করবে না সে ভুল । পুরানো গ্লানি আর দু:খ ভুলে নববর্ষে নব স্বপ্ন আঁকি স্বার্থ-ভেদাভেদ ভুলে দেশের সকলে যেন মিলেমিশে থাকি । আমি-তুমি সবার মাঝে হউক বৈষম্য দুর হাতে হাতটি রেখে নববর্ষে তুলি নবসুর । নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সব্বাইকে..........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।