নববর্ষে ব্যতিক্রমী বৈশাখী কনসার্ট আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার দক্ষিণ পাশে ইনস্টিটিউশনের সামনের খোলা ময়দানে শুরু হয় ওই ব্যতিক্রমী বৈশাখী কনসার্ট। নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হলেও অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন শিল্পী তন্বি । মিনি স্কাট পরে মঞ্চে উঠে তিনি গাইতে শুরু করেন হিন্দিসুরে বাজেরে বাজেরে ঢোল। গানের সঙ্গে সঙ্গে নাইট ক্লাবের ঢঙে শুরু হয় উদ্যম নৃত্য।
প্রথম গানটি বাংলায় হলেও সুরের স্টাইল ছিল হিন্দি গানের। পরে পোশাক পরিবর্তন করে আরও সংক্ষিপ্ত পোশাকে মঞ্চে উঠে তিনি শুরু করেন "শিলা কি জাওয়ানি..... "এভাবে বাংলা হিন্দি মিলিয়ে একে একে ৬টি গান পরিবেশন করেন তন্বি। এক পর্যায়ে দর্শক শ্রোতাদের এক অংশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ তাদের মাথার ক্যাপ খুলে ছুড়ে মারেন, কেউ মারেন খেলনা ঢোল ডুগি তবলা।
পরিস্থিতি বেকায়দা দেখে আয়োজকরা তন্বিকে মঞ্চ থেকে নামিয়ে শেষে শিশু শিল্পী দিয়ে গান পরিবেশন করান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।