আমাদের কথা খুঁজে নিন

   

নববর্ষে ইমন-মীম

বাংলা নববর্ষে বড় পর্দায় আসছেন ইমন-মীম। ওইদিন এই জুটি অভিনীত 'জোনাকির আলো' ছবিটি মুক্তি পাবে। খালেদ মাহমুদ মিঠু পরিচালিত এ ছবিটি হচ্ছে এ জুটির প্রথম অভিনীত কাজ। দুজনেই এতে অসাধারণ অভিনয় করেছেন বলে জানিয়েছেন নির্মাতা। ছবিটি মুক্তির আগে ইমন-মীম জুটিকে নিয়ে ভাবতে শুরু করেছেন চলচ্চিত্র নির্মাতারা।

এই জুটির সফলতার ব্যাপারে আশাবাদী চলচ্চিত্রকার এবং দর্শক। এ কারণে দুজনের হাতে এখন 'জোনাকির আলো' ছাড়াও আছে তন্ময় তানসেনের 'পদ্মপাতার জল' ও রিপন মিয়ার 'তুমি সন্ধ্যারও মেঘমালা'। এ ছাড়াও প্রতিনিয়ত নতুন ছবির প্রস্তাব পাচ্ছেন তারা। তবে জুটির বাইরে মীম এখন ব্যস্ত 'তারকাঁটা' নিয়ে। ছবির শুটিং-ডাবিং শেষ।

সামনে শুরু করবেন 'কানামাছি'র কাজ। দুটি ছবিরই পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্যদিকে ইমন শেষ করেছেন চাষী নজরুল ইসলামের 'ভুল যদি হয়' এবং মনিরুল ইসলাম সোহেলের 'টম অ্যান্ড জেরি'র কাজ। দুজনের প্রধান লক্ষ্য এখন চলচ্চিত্র। মীম বলেন, 'এ বছরই অন্তত চারটি ছবির কাজ করতে চাই।

সবই বাণিজ্যিক। দুটি ছবির কথা প্রায় চূড়ান্ত হয়ে আছে। আসলে আমি ২০১৫ সালে নিজেকে ঢাকাই চলচ্চিত্রের প্রথম সারির নায়িকা হিসেবে দেখতে চাই। ' একই কথা ইমনেরও। তিনি বলেন, 'ক্যারিয়ারের একপর্যায়ে আমার কিছু ভুল সিদ্ধান্ত ছিল।

ছবি বাছাই এবং অভিনয়ের ক্ষেত্রে অতটা গুরুত্ব দিইনি। তবে এখন থেকে সেটা মাথায় নিচ্ছি। আর পিছু ফিরতে চাই না। ' ঢালিউডে শিল্পী এবং জুটি সংকটের সময়ে আশার আলো জাগিয়েছে ইমন-মীম জুটি। চলচ্চিত্রকারদের মতে 'জোনাকির আলো'র সফলতায় জুটি হিসেবে ইমন-মীমের আসন পাকা হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।