আমাদের কথা খুঁজে নিন

   

নববর্ষে বাংলালিংক

১৩ ও ১৪ এপ্রিল ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদ্‌যাপন পরিষদ’র আয়োজনে চট্টগ্রাম ডিসি হিলে ও ‘দিনবদলের মঞ্চ’র আয়োজনে বগুড়ায়, খুলনায় রূপসা ব্রিজের নিচে লবণছড়ায় ‘নগর সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র’র আয়োজনে ১৪, ১৫ ও ১৬ এপ্রিল এবং পহেলা বৈশাখের দিনে ময়মনসিংহের ময়মনসিংহ ক্লাবে, সিলেটে ‘শ্রুতি সিলেট’র আয়োজনে ব্লু বার্ড স্কুলে ও যশোরে ‘চাঁদের হাট’র আয়োজনে যশোর পুলিশ লাইন মাঠে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নতুন বর্ষ বরণ করে নেওয়া হয়।
এর মধ্যে ষষ্ঠবারের মতো চট্টগ্রাম ও বগুড়ায়, চতুর্থবারের মতো খুলনা ও যশোরে, তৃতীবারের মতো ময়মনসিংহে এবং সিলেটে প্রথমবারের মতো এসব অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে বাংলালিংক।
বাংলালিংকের বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক শিহাব আহমাদ এ প্রসঙ্গে বলেন, “বাংলালিংক এরই মধ্যে দেশজ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারাবাহিক পৃষ্ঠপোষকতা করে কর্পোরেট অঙ্গনে নিজের স্বতন্ত্র স্থান সুনিশ্চিত করেছে। বাঙালির জীবনে বাংলা নববর্ষ সবচেয়ে বড় উৎসব এবং আমরা আরও একটি বছর এই বিপুল আনন্দ ও উৎসাহে বর্ষবরণ উৎসবকে পৃষ্ঠপোষকতা করতে পেরে গর্বিত। এটি দিনবদলের লড়াইয়ে বাংলালিংকের প্রত্যয়েরই নিরবচ্ছিন্ন প্রকাশ।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।