বিখ্যাত মার্কিন চিন্তাবিদ ও ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কি বলেছেন, ‘নৈতিক অধঃপতন এবং আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ার কারণে ইসরাইলের ধ্বংস অনিবার্য।’ সম্প্রতি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেছেন। চমস্কি বলেন, ‘সামরিক ও আধিপত্যকামী নীতির ফলে ইসরাইল নৈতিক অধঃপতনের শিকার হয়েছে এবং কোণঠাসা হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘ইসরাইলের ভবিষ্যত্ হলো বিলুপ্তি অর্থাত্ ইহুদিবাদী ইসরাইল শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। আর ইসরাইলের বিলুপ্তির দিন তেমন দূরে নয়।’ আরব বিশ্বের বিপ্লবগুলোর সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কের ধরনকে পরিহাস করে চমস্কি বলেন, ‘জনমত জরিপে দেখা গেছে, মিসরের শতকরা ৮০ থেকে ৯০ ভাগ জনগণ আমেরিকা ও ইসরাইলকেই তাদের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে।’ তিনি মধ্যপ্রাচ্যের ব্যাপারে ওবামার বড় বড় প্রত্যাশাগুলোকে দুরাশা বা কল্পনা বলে অভিহিত করেছেন। ওবামার কথিত ‘পরিবর্তনের স্লোগান’ ও আশাবাদকে অর্থহীন বলেও মন্তব্য করেন চমস্কি। এখানে ক্লিক করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।