আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা

সিরিয়ার লাটাকিয়া বন্দরের কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে ইসরাইল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও আরবের সামরিক কর্মকর্তারা। তবে ঠিক কোন জায়গায় হামলা হয়েছে তা সুনির্দিষ্ট করে বলেননি কেউ। ঘটনা সত্য হলে এটি হবে সিরিয়ায় এই বছরে চতুর্থবারের মতো বিমান হামলা।

এদিকে সিরিয়ায় সামরিক ঘাঁটির কাছাকাছি একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা পুরো দিনজুড়েই টেলিভিশনে প্রচার করা হয়। তবে কেন এ বিস্ফোরণ তা নিয়ে কোন স্পষ্ট তথ্য প্রচার করা হয়নি।

মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, রাশিয়ান মিসাইলের একটি চালান ধ্বংস করার জন্য বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়।

সৌদি আরবের আল-আরাবিয়া চ্যানেলের খবরে ইসরাইলি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, লেবাননের হিজবুল্লাহর উদ্দেশ্যে পাঠানো রাশিয়ান মিসাইলের একটি চালান ধ্বংস করা ছিল এ বিমান হামলার লক্ষ্য।

এর আগে এই একই লক্ষ্যে সিরিয়ায় তিনবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এর মধ্যে মে মাসে চালানো ভয়াবহ বিমান হামলা কাঁপিয়ে দিয়েছিল রাজধানী দামেস্ককে।

চতুর্থবারের মতো চালানো এই হামলা নিয়ে সিরিয়া বা ইসরাইলি কতৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সূত্র: বিবিসি

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.