আমি... অতি সাধারণ একজন মানুষ। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ সাম.....
গাজা তথা ফিলিস্তিনের উপর ইসরাইলের অবরোধ অনেক দিন ধরেই ছিল। তারা সামান্য মানবিক সাহায্য টুকুও গাজার মানুষকে দিত না। গত কয়েকদিন ধরেই একটি আন্তর্জাতিক সাহায্য নৌ বহর গাজাবাসীকে মানবেতর জীবন থেকে , এই ধ্বংসস্তুপের উপর নতুন করে জীবন শুরু করার প্রত্যাশায় তাদের সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে চলছিল। সাথে নিয়ে এসেছিল খাদ্য, নির্মাণ সামগ্রী , ত্রাণ আর জরুরি ঔষধ প্ত্র।
অথচ আজকে সকালে সেই সাহায্যতরীর উপর হামলা চালাল ইসরাইলী প্রতিরক্ষা বাহিনী। ধিক তাদের প্রতি। এই জঘন্য হামলায় প্রাণ হারিয়েছে ১০ জনেরও অধিক মানবাধিকার কর্মী।
সি এন এন এ ইসরাইলি মুখপাত্র বলছিলেন যে , তারা সেই সাহায্য তরীতে গিয়ে আক্রান্ত হয়েছে। অথচ ইসরাইলি মিলিটারীর পাঠানো ফুটেজে দেখা গেছে তারা হেলিকপ্টার , গানবোট আর অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা চালালে তখন সাহায্য কর্মীরা সামান্য প্রতিবাদ করে।
যার কারণে তাদের উপরে চালানো হয় মেশিনগানের গুলি। সকল আন্তর্জাতিক আইন লংঘনকারী এবং মানবতা বিরোধী এই ইসরাইলীদের ধৃষ্টতার তীব্র নিন্দা জানাই। এর সাথে সাথে সারা বিশ্বের সবাইকে এদের রুখে দেবার আহ্বান জানাই...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।