ফিলিস্তিন অঞ্চলে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সমন্বয়কারী জেমস রলে জর্ডান উপত্যকায় ইসরাইলের ৩৬ বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি পশ্চিম তীরে এ ধরনের কর্মকাণ্ড বন্ধেরও আহ্বান জানিয়েছেন।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, জর্ডান উপত্যকায় এ উচ্ছেদের ফলে ৬৬ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে ৩৬ শিশু রয়েছে।
তিনি আরও বলেন, ইসরাইল ফিলিস্তিনীদের উচ্ছেদে যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন। জর্ডান উপত্যকায় গত বছরের তুলনায় এবার দ্বিগুণ লোককে উচ্ছেদ করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।