আল্লাহ তা'লা বলেন, "নিশ্চয় মদ, জুয়া, প্রতিমাসমূহ এবং ভাগ্য নির্ধারক শরকসমূহ অপবিত্র ও শয়তানের কাজ ছাড়া কিছুই না। অতএব, এগুলো থেকে বিরত থাক যাতে তোমরা সফলতা লাভ করতে পার। " সূরা আল মায়েদা - ৯০ কথায় আছে পাপে ছাড়ে না বাপেরে। বাবু সুরঞ্জিত এবার গাইবা কোন গীত। খেলা চলছে দাবা, মন্ত্রী মশাই পড়ে গেছেন সৈন্য, গজ ও ঘোড়ার সামনে।
একজন ধরে আছে এক কোট, একজন কোনাকুনি এবং আরেকজন আড়াই ধাপ। এখান বাঁচার একটাই উপায়, কয়েকটা পাওয়ার সামনে ঠেলে দিয়ে খাওয়াতে হবে, অন্তত নিজেকে বাঁচাতে হবে তাতে যে মরে মরুক।
দারুন দারুন সব মুখরোচক কথা বলে মিডিয়ার সামনে ধোয়া তুলশির পাতা সাজার অপচেষ্টা করে কোন লাভ নাই। আজ আপনি ধরা পড়েছেন তাই আমরা জেনেছি কারন চোরের দশদিন আর গিরাস্তের একদিন, অন্যরা ধরা পড়ে নাই তাই আমরা জানি না, কিন্তু আওয়ামী সরকার যে দেশটাকে লুটে-পুটে খাচ্ছে এ ব্যাপারে কি কারো কোন দ্বিমত আছে? যেখানে যাই, সরকারী অফিস বলেন আর আদালত বলেন সেখানেই দেখাযায় অঘোষিত স্লোগান "নোতো-পোতো খাও" আমার আজ এই সকল কুলঙ্গারদের কালো ছোবলের পাল্লায় পড়েছি যারা দেশটাকে স্বাধীন করে জোঁকের মতো চুষে চুষে খাচ্ছে আর দেশপ্রীতির নামে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন বাজিয়ে মানুষের কানকে করছে ঝালাপালা। কি বুঝাতে চান আপনারা? দেশকে অনেক ভালোবাসেন? বাসবেন ই-তো, যে দেশকে নিংড়ে রস খওয়া যায় সে দেশকে আপনারা জীবন দিয়ে হলেও ভালো বাসবেন এটাই নিয়ম।
এ ভালোবাসার উপমা দিতেগেলে বলতে হয় "আমি তোমাকে অনেক ভালো-বাসি, মাছ খানা খেয়ে কাটা খানা নিয়ে ঠাসি" এমন ভালোবাসা আমরা জনগন বরদাস্ত করব না, সে যে-ই হোক। আমরা এর বিচার চাই, জড়িতদের রিমান্ডে নিয়ে পুটকির ছাল তুলে লবন ছিটিয়ে দিলে ঠিকই সত্য কথা মুখ দিয়ে গড় গড় করে বের হয়ে আসবে।
আমরা জানি প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশে এসে কি বলবেন; উনি যাদ পুনারয় এবং অদুর ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান তাহলে এই ধরনের দুর্নীতিবাজ মন্ত্রীকে জাগায় সাসপেন্ড করবেন, আর যদি সুরঞ্জিত প্রীতি দেখাতে যান তাহলে খালেদা জিয়ার সন্তানপ্রীতির মতো চরম ভুল করে বসবেন।
আমরা মনে করি এরা হলো বড় রাজাকার যারা দেশকে লুটে-পুটে খাচ্ছে। আগে এদের বিচার করুন তার পর ৭১ এর যুদ্ধাপরাধীর।
কারন ৭১ আর কখনো আসবে না, বর্তমানকে যারা ৭১ বানিয়ে রেখেছে তারাই বাংলার প্রকৃত শত্রু। তাদেরকে বিচারের মুখোমুখি করুন, তারাই রাজাকার, আলবদর, আল শামস, খুনী এবং দেশমাতৃকে নিয়মিত ধর্ষনকারী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।