আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকারের ধুলো

inveterate to Create - ভালবাস আমাকে? - না - কেন, বলতে পারো? - তুমি আমার দুস্বপ্ন ? - আমি তোমার স্বপ্নের পুঁজি । আমাকে ভালবাস প্রতীক । - তুমি চলে যাও । আর কোনোদিন ও পাঁয়ে নূপুর পড়োনা । - আমাকে ফিরিয়ে দিও না ।

আমি কালো শাড়ী আর কালো টিপ পড়ে আসব, তবুও...... - আমি তোমাকে স্মৃতির নোনা বালুচড়ে ভাটার স্রোতে হারিয়ে ফেলেছি । - এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে । ফিরে এসো তুমি । - তুমি আমাকে ছেড়ে যাও । আমি যুদ্ধে জয়ী কোনো যোদ্ধার ঘোড়া ।

যুদ্ধের পরে যার কোনো অস্তিত্ত্ব থাকেনা । অথবা বলতে পারো যুদ্ধে নিহত কোনো কুকড়ে মরে পড়ে থাকা কোনো মৃতলাশ । - আমি তোমাকে মনে-প্রাণে চাইছি প্রতীক । আমাকে ফিরিয়ে দিওনা । - আচ্ছা, তোমার চোখ দুটো বন্ধ কর ।

- করেছি । - কি দেখতে পারছো? - অন্ধকার । - এবার হাতের মুঠোয় বন্ধ কর ঐ অন্ধকারকে । ...................................................... এবার হাত দুটো খোল । - এসব কি ? - ধুলো ।

- কিসের ?? - আমাকে তুমি হাতের মুঠোয় পিঁষে গুড়ো করে ফেলেছ । - না, এ আমি চাইনি । প্রতীক... প্রতীক......... - ভেবো না প্রেয়সী, আমি রবো তোমার অন্ধকারভেদী আলোর এক কোণে । আমাকে খুঁজো না, পাবে না ,ধরতে ও পারবে না । - তুমি ফিরে এসো প্রতীক ।

- আমি আর আসব না, চিন্তা করোনা, আমি হারিয়েও যাবোনা । আমি তোমার কন্ঠের ধ্রুবস্বরে বেঁচে থাকব, আমি তোমার হাতের লাল রঙের চুরির ঝনঝনের মাঝে বেঁচে থাকব, তোমার পায়ের আলতার রঙ্গে রঙ্গীন হয়ে থাকব, তমাড় চোখের পাতার ধুলো হয়ে থাকব, আমি তোমার বাগানের আগাছা হয়ে থাকব, শুধু থাকব না তোমার হৃদয়ে, আর থাকব শুধু স্মৃতি আর বিলাপের শেষটুকু হয়ে । - প্রতীক, তুমি আমাকে ছেড়ে যেও না । তোমার দোহাই লাগে ... - লাবণ্য, নীল আকাশটা যদি কখোনো অন্ধকারের ধুলো হয়ে যায়, সেদিনও আমি তোমার হয়ে থাকব । আমি যে তোমার শত না পাওয়া সুখের নিরব কষ্টের কোনো এক আলেয়ার আলো ।

আমাকে অন্তরে ধারণ করো, লাবণ্য............বিদায় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।