আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকারের গান- ৩

http://www.facebook.com/reyad.parvez.3 আরও একটা বারের জন্য পুরো শহরটা আঁধারে ঢেকে গেল- কিশোরী ভুলানো জোছনায় আহ্লাদী প্রেম ছাদের এমাথা থেকে ওমাথায় গড়াগড়ি খেয়ে- চুপচাপ ভঙ্গিতে প্রেমিকারা শ্যাওলা ধরা বারান্দায়- চোখের কাজল ভেজাল. হলুদ জোছনার প্লাবনে পুরোনো শহরটা ভেসে গেলেই, শহরের রাস্তায় রাস্তায় বিভ্রান্ত,ব্যার্থ কবিরা বলে উঠল- অন্ধকারের জয় হোক. আমিও তাদের সাথে ছিলাম. হেঁটে চলে গিয়েছিলাম শহরের সবচেয়ে বড় দেয়ালটায়. হাজারে হাজারে মানুষ অন্ধকারে আমার চারপাশে জড় হয়, ধুসর জোছনায় তারা দেয়াল দেখিয়ে বলে- -কবি,কবিতা লেখ. -আমারটা আগে লিখবে,আমারটা আগে. হিংস্র হিংস্র তাদের মুখাব্যাক্তি,হাতে দা,বটি রক্তাক্ত ছুরি. আমি ভয় পেয়ে সেদিন দেয়ালে কবিতা লিখিনি, একটা শয়তানের মুখ এঁকে দিলাম. কারেন্ট চলে এলে- আমি তাদের দিকে চাইলাম, তাদের মুখের নিস্পাপ ভালোমানুষী দেখে শয়তানও লজ্জা পাবে. আমার বেখেয়ালে ছেড়ে দেওয়া সিগারেটের ধোঁয়ায়- বোধহয় লজ্জাতেই, ডাষ্টবিনে বসা দাঁড়কাকটা উড়ে চলে গেল.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।